shono
Advertisement
Rishabh Pant

'আমরা ভালো খেলতে পারিনি', দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম হয়ে 'ক্ষমা' চাইলেন পন্থ!

সোশাল মিডিয়ায় কী লিখেছেন ভারতীয় উইকেটরক্ষক?
Published By: Prasenjit DuttaPosted: 04:13 PM Nov 27, 2025Updated: 05:43 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটিতে তিনি ছিলেন ভারত অধিনায়ক। ইডেনে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি শুভমান গিল। তাঁর জায়গায় নেতৃত্ব সামলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আশা ছিল, দ্বিতীয় টেস্টে সমতায় ফিরবে ভারত। সেই স্বপ্নপূরণ তো হয়ইনি, বরং ৪০৮ রানে লজ্জার হার মানতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় এটাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম হয়ে সমর্থকদের কাছে 'ক্ষমা' চাইলেন পন্থ।

Advertisement

এক্স হ্যান্ডলে পন্থ লিখেছেন, 'গত দুই সপ্তাহে আমরা ভালো খেলতে পারিনি। এটা স্বীকার করে নিতে কোনও লজ্জা নেই। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা সব সময় সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে চাই। আমাদের লক্ষ্য থাকে, কোটি কোটি ভারতীয়র মুখে হাসি ফোটানো। দুঃখিত, এবার আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু খেলাধুলা শিখতে, মানিয়ে নিতে এবং বেড়ে উঠতে শেখায়।"

তিনি আরও লেখেন, 'ভারতের হয়ে খেলা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্মান। আমরা প্রত্যেকেই জানি, এই দল কী করতে পারে। আমরা কঠোর পরিশ্রম করব। পুনর্গঠিত হব। দল হিসাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আপনাদের সমর্থন এবং ভালোবাসার জন্য ধন্যবাদ।'

উল্লেখ্য, গুয়াহাটি টেস্টের পর পন্থ দক্ষিণ আফ্রিকাকে কৃতিত্ব দিয়েছিলেন। স্বীকার করে নিয়েছিলেন, বাভুমারা সমস্ত বিভাগেই টেক্কা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। এহেন পন্থ চোটের পর ফিরে একেবারেই ছন্দে ছিলেন না। চার ইনিংসে করেছেন মাত্র ৪৯ রান। গড় ১২.২৫। অন্যদিকে, প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে ১৯টি টেস্টে ভারত ৭ ম্যাচ জিতলেও হেরেছে ১০টিতে। একের পর এক টেস্টে হারের পর গৌতম গম্ভীরের রণনীতি প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে পন্থের মন্তব্য কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারে, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুয়াহাটিতে তিনি ছিলেন ভারত অধিনায়ক।
  • আশা ছিল, দ্বিতীয় টেস্টে সমতায় ফিরবে ভারত।
  • সেই স্বপ্নপূরণ তো হয়ইনি, বরং ৪০৮ রানে লজ্জার হার মানতে হয়েছে টিম ইন্ডিয়াকে
Advertisement