shono
Advertisement
Border Gavaskar Trophy

সিডনি টেস্টেও থাবা বসাবে বৃষ্টি! কী পূর্বাভাস হাওয়া অফিসের?

শুক্রবার সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া।
Published By: Anwesha AdhikaryPosted: 07:07 PM Jan 02, 2025Updated: 07:07 PM Jan 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের আশা শেষ। আপাতত সিডনিতে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতের। কিন্তু সেই স্বপ্নে বাধ সাধতে পারে সিডনির আবহাওয়া। পূর্বাভাস বলছে, সিডনি টেস্ট চলাকালীন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাহলে কি বৃষ্টির কারণে ভেস্তে যাবে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট?

Advertisement

শুক্রবার সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া। আপাতত সিরিজে ২-১ এগিয়ে অজিরা। সিরিজ জেতার আশা শেষ ভারতের। শেষ টেস্টে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কিছুটা বেঁচে থাকবে। কিন্তু ড্র বা হারলে আর ফাইনাল খেলা হবে না রোহিতদের। সবমিলিয়ে সিডনিতে মরণবাঁচন ম্যাচ ভারতের। কিন্তু সেই ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

সিডনির হাওয়া অফিস বলছে, শুক্রবার থেকে মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ। তবে তাপমাত্রা অনেকখানি ওঠানামা করবে। ২০ ডিগ্রি থেকে শুরু করে ৩৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে সিডনির তাপমাত্রা। টেস্টের প্রথম তিনদিন এরকমই থাকবে আবহাওয়া। চতুর্থ দিন থেকে বাড়বে গরম। তারপরে পঞ্চম দিনে ব্যাপক বৃষ্টি হতে পারে। অন্তত ৮০ শতাংশ বৃষ্টি হতে পারে সিডনি টেস্টের পঞ্চম দিনে।

আবহাওয়া যাই হোক না কেন, সিডনিতে ভালো খেলার নজির রয়েছে ভারতের। সেখানকার পিচ কিউরেটর অ্যাডাম লুইস জানিয়েছেন, সিডনির ওই পিচ থেকে পেসারদের সাহায্য পাওয়ার কথা নয়। যদি না সিডনির আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে পেসাররা আগের চার ম্যাচের মতো প্রভাবশালী নাও হতে পারেন। পাঁচদিনের ক্রিকেট খেলার উপযুক্ত ২২ গজ তৈরির চেষ্টা করেছেন বলে জানান অ্যাডাম। পাঁচদিন পর্যন্ত ম্যাচ গড়াবে কিনা, সেই নিয়ে অবশ্য সংশয় রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপাতত সিরিজে ২-১ এগিয়ে অজিরা। সিরিজ জেতার আশা শেষ ভারতের।
  • সিডনির হাওয়া অফিস বলছে, শুক্রবার থেকে মোটামুটি পরিষ্কার থাকবে আকাশ। তবে তাপমাত্রা অনেকখানি ওঠানামা করবে।
  • আবহাওয়া যাই হোক না কেন, সিডনিতে ভালো খেলার নজির রয়েছে ভারতের।
Advertisement