সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের একাধিক নায়িকার ছায়াসঙ্গী। সানিয়া মালহোত্রা, খুশি কাপুরে মতো তারকাদের কোরিওগ্রাফি করেছেন। বলিউডের সেই অতিপরিচিত মুখই কি স্মৃতি মান্ধানার 'বিয়ে ভাঙার মূলচক্রী'? এমন জল্পনাই ঘোরাফেরা করছে নেটদুনিয়ায়। তবে সরাসরি এই নিয়ে কিছু জানা যায়নি।
পলাশ মুছল-স্মৃতি মন্ধানার (Palash Muchhal-Smriti Mandhana)বিয়ে আপাতত স্থগিত। শোনা যাচ্ছে, বিয়ের ঠিক আগের দিনই এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে পলাশকে। তারপর থেকেই নেটদুনিয়ায় প্রশ্ন, কে এই কোরিওগ্রাফার? জল্পনায় উঠে আসে নন্দিকা দ্বিবেদীর নাম। নৃত্যশিল্পী হিসাবে বলিউডে যথেষ্ট পরিচিত তিনি। একাধিক বলিউড অভিনেত্রীর সোশাল মিডিয়া ডান্স পার্টনার হিসাবে দেখা গিয়েছে নন্দিকা। বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বসকো-সিজারের সঙ্গে কাজ করেন তিনি। সেই সূত্রেই স্মৃতির বিয়েতে কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছিলেন নন্দিকা এবং গুলনাজ।
'পালরিতি'র বিয়ে সংক্রান্ত জটিলতায় নিজের নাম জড়ানোর পরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলেন নন্দিকা। তিনি নিজে মুখ না খুললেও ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছেন বিয়ের অপর কোরিওগ্রাফার গুলনাজ। সাফ জানিয়ে দিয়েছেন, 'আমাকে এবং আমার বন্ধু নন্দিকাকে নিয়ে প্রচুর ভুয়ো খবর ছড়াচ্ছে। তাই পরিষ্কার করে বলে দিতে চাই, গোটা ঘটনায় আমাদের কোনও ভূমিকা নেই। কারোওর সঙ্গে একটা ছবি রয়েছে মানেই যে তার ব্যক্তিগত জীবনে আমরা জড়িত, সেটা ভাবার কোনও কারণ নেই। তাই হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না।'
গুলনাজের এই মন্তব্যের পরে নেটিজেনদের প্রশ্ন, তাহলে বিয়ে স্থগিত হওয়ার নেপথ্যে কার ভূমিকা রয়েছে? উল্লেখ্য, নিজের ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত পোস্ট মুছে ফেলেছেন স্মৃতি। পলাশকে আনফলো করে দিয়েছেন স্মৃতির দাদা এবং বন্ধু তথা ক্রিকেটার রাধা যাদব। কঠিন সময়ে স্মৃতির পাশে থাকতে বিগ ব্যাশ থেকে নাম তুলে নিয়েছেন বন্ধু জেমাইমা রডরিগেজ। সবমিলিয়ে স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে রহস্য ক্রমে বেড়েই চলেছে।
