সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত ফালাফালা করে দিল ভারত। আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজরা। ভারতীয় পেসারদের দাপটে একশো রানও বোর্ডে তুলতে পারেননি ক্যারিবিয় ব্যাটাররা। মধ্যাহ্নভোজের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর পাঁচ উইকেট খুইয়ে মাত্র ৯০ রান। একা সিরাজের ঝুলিতে গিয়েছে তিন উইকেট।
এশিয়া কাপের রেশ এখনও পুরোপুরি কাটেনি। ‘ট্রফি’ বিতর্ক চলছেই। সেই নিয়ে চর্চার মধ্যেই ভারতীয় দল টেস্ট সিরিজে নেমে পড়েছে। শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর আবার ঘরের মাঠে নামছে ভারত। সবমিলিয়ে ক্যারিবিয়ান ব্রিগেডকে ধরাশায়ী করবে মেন ইন ব্লু, এমন সম্ভাবনা ছিলই। বরং ক্রিকেটমহলে আলোচনা চলছে, ভারতীয় দলের সামনে কতদিন পর্যন্ত খেলতে পারবেন রস্টন চেজরা?
বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার পর থেকেই লাগাতার উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওভারে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তেগনারায়ণ চন্দ্রপল। ১১টি বল খেললেও খাতা খুলতে পারেননি তিনি। ভারতকে প্রথম সাফল্য এনে দেন সিরাজ। অপর প্রান্ত থেকে জশপ্রীত বুমরাহ তুলে নেন আরেক ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট। মাত্র ২০ রানের মাথায় দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরেন।
মিডল অর্ডারের অ্যালিক অ্যাথানাজে (১২), ব্র্যান্ডন কিংরা (১৩) রান পাননি। সিরাজের বলে উইকেট খোয়ান দু'জনেই। অধিনায়ক চেজের সঙ্গে মিলে ইনিংসের হাল ধরার একটা চেষ্টা করেছিলেন শাই হোপ। কিন্তু মধ্যাহ্নভোজে বিরতির আগে শেষ বলে আউট হয়ে যান তিনি। এখনও পর্যন্ত তাঁর ২৬ রানই দলের মধ্যে সর্বোচ্চ স্কোর। ইংল্যান্ড সফরের বিধ্বংসী ফর্ম এদিনও ধরে রেখেছেন সিরাজ। মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট তুলেছেন। বুমরাহর পাশাপাশি একটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব।
