সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ জিতলেও ভারতীয় দলের মধ্যে কিছু ফাঁকফোকর নজরে এসেছে। মাস তিনেক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টিম ম্যানেজমেন্টের পরীক্ষানিরীক্ষা নিয়েও মুখ খুলেছেন প্রাক্তনরা। এবার ভারতীয় দল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন গৌতম গম্ভীর। কী বলেছেন টিম ইন্ডিয়ার হেডকোচ?
সম্প্রতি বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে রয়েছে গৌতম গম্ভীরের সঙ্গে এক সাক্ষাৎকারের ট্রিজার। ৪৬ সেকেন্ডের ওই ক্লিপে গম্ভীরকে বলতে শোনা যায়, "আমাদের ড্রেসিংরুমে স্বচ্ছতা রয়েছে। এমনটাই তো হওয়া উচিত। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি।"
এই পরীক্ষানিরীক্ষার আদর্শ উদাহরণ দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও শুভমান গিলের জায়গা শুধু বদলায়নি। বাকি সব জায়গাতেই বদল এসেছে। কখনও সঞ্জু স্যামসন বা শিবম দুবেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছে। সূর্যর জায়গা নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। এশিয়া কাপ ফাইনালের সেরা তিলক বর্মাকে শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। ওয়াশিংটন সুন্দরকে কখনও ফিনিশারের ভূমিকা দেওয়া হচ্ছে। কিন্তু দুরন্ত বল করা সত্ত্বেও কখনও কখনও সেই ভূমিকায় তাঁকে কাজেই লাগানো হচ্ছে না।
গম্ভীর আরও বলেন, "হাতে এখনও তিন মাস সময় রয়েছে। আশা করি ছেলেরা ফিট থাকার গুরুত্ব বুঝতে পারবে। নিজের সেরাটা দিয়ে স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নেওয়ার আদর্শ সময় এটাই।" তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লে সেরাটা বেরিয়ে আসবে বলেই মনে করেন গম্ভীর।
তাঁর কথায়, "গভীর সমুদ্রে ঠেলে দিতে দাও ওদের। এই যুক্তিতেই শুভমানকে টেস্ট অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে।" ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল শুভমানের। তাঁর নেতৃত্বে সিরিজ ২-২ ড্র রেখে বিলেত থেকে ফেরে ভারত। ব্যাট হাতেও সফল হয়েছিলেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
