সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'খেলা চলাকালীনই হঠাৎ মাঠের আলো নিভে গেল। তারপরই মাঠ থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার নির্দেশ দিল একজন। ভয়ে তাদের চোখমুখ সাদা হয়ে গিয়েছিল। কোনওমতে আমরা হোটেলে ফিরলাম।' ধর্মশালা ম্যাচের দিন স্টেডিয়াম থেকে কীভাবে বেরলেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপরের কথাগুলো বলেন অ্যালিসা হিলি।
গত ৮ মে ধর্মশালা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের ম্যাচ ছিল। সেই ম্যাচে দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন মিচেল স্টার্ক। গ্যালারিতে তাঁর হয়ে গলা ফাটাচ্ছিলেন স্ত্রী অ্যালিসা। ঠিক সেই সময়েই ভারতের একাধিক শহর লক্ষ্য করে হামলা শুরু করে পাক সেনা। ব্ল্যাকআউট করে দেওয়া হয় একাধিক শহর। বন্ধ হয়ে যায় আইপিএলের ম্যাচও। সঙ্গে সঙ্গেই মাঠ থেকে হোটেলে ফেরানো হয় ক্রিকেটার এবং তাঁদের পরিবারকে। দিনদুয়েক পরে বন্দে ভারতে চেপে ধর্মশালা থেকে দিল্লি ফেরেন তাঁরা।
গোটা সময়টা কেমন কেটেছিল? প্রশ্নের জবাবে অ্যালিসা বলেন, "সবমিলিয়ে অদ্ভুত অভিজ্ঞতা। মাঠের দুটো লাইট টাওয়ার নিভে গেল। আমরা (পরিবার, সাপোর্ট স্টাফ) সকলে বসে ছিলাম মাঠে। তখনই একজন এসে আমাদের বলেন সঙ্গে সঙ্গে বেরিয়ে বাসে উঠে পড়তে হবে। ভয়ে তার মুখ সাদা হয়ে গিয়েছিল। কিন্তু কী হয়েছে সেটা আমাদের কেউ বলেনি। একটা ঘরে ঢুকে দেখি ক্রিকেটাররা সবাই রয়েছে। সেখানেই স্টার্ককে জিজ্ঞেস করে জানতে পারি, ৬০ কিলোমিটার দূরে মিসাইল হামলা চলছে। তাই গোটা এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।"
অজি ব্যাটার হিলি আরও জানান, "অস্ট্রেলীয় ক্রিকেটারদের কাছে সেরকম তথ্য ছিল না ফলে আতঙ্ক বাড়ছিল। ভুয়ো খবরের জেরে আরও বেশি সমস্যা। একবার শুনছিলাম ছোট ব্যাগের মধ্যে সব জিনিস ভরে ফেলতে হবে। কবে ধর্মশালা থেকে বেরতে পারব, সেই নিয়েও বারবার সিদ্ধান্ত বদল হয়েছে। বুঝতে পারছিলাম না কবে ফিরতে পারব।" বেশ কয়েকটি মিসাইল দেখেছেন বলেও দাবি করেছেন অ্যালিসা।
