সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চুনকামের সেই ক্ষত ভুলে রবিবার ওয়ানডে সিরিজে (IND vs SA 1st ODI) নেমে পড়তে হবে ভারতকে। সীমিত ওভারের সিরিজের শুরুটা হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক গ্যালারিতে থাকতে পারেন। যা নিয়ে উচ্ছ্বসিত রাহুল। শনিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক কথা বলছেন আরেক উইকেটরক্ষক ঋষভ পন্থকে নিয়েও।
২০২৪ সালের পর স্কোয়াডে ফিরেছেন পন্থ। তিনি কি খেলবেন? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। রাহুল বলেন, "রাঁচিতে অবশ্যই খেলবেন পন্থ। একজন স্পেশালিস্ট ব্যাটার হিসাবে খেলতে তো কোনও সমস্যা নেই ওর। তবে ও উইকেটকিপিং করবে কি না, সেটা নিয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।" উল্লেখ্য, রাহুল এবং পন্থ একসঙ্গে ১৫টি ওয়ানডে খেলেছেন। কিন্তু ২০২২ সাল থেকে তাঁরা একই দলে জায়গা পাননি। চোটের কারণে দেড় বছর দলের বাইরে ছিলেন পন্থ। এই সময়কালে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন রাহুল।
এদিকে ধোনির শহরে খেলা। ধোনি কি মাঠে আসবেন? জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা দেখতে আসতে পারেন। এমন খবরে রীতিমতো উচ্ছ্বসিত রাহুল (Rahul On Dhoni)। তিনি বলেন, "অনেকেই ওর নেতৃত্বে খেলেছি। আমরা সকলেই ধোনির ভক্ত। একজন বন্ধু হিসাবেও সব সময় অসাধারণ ও। ধোনি যদি আসে, তাহলে ম্যাচটা আরও জমকাল হয়ে উঠবে। আমরাও সর্বস্ব দিয়ে ম্যাচটা ওর সামনে জেতার চেষ্টা করব।" জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে রবিবার মুম্বই থাকবেন ধোনি। তাই মাঠে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
তাছাড়াও ড্রেসিংরুমে বিরাট কোহলি, রোহিত শর্মার উপস্থিতিও দলকে যে সব সময় উজ্জীবিত করেন, সে কথাও বলেন তিনি। রাহুলের কথায়, "রোহিত-কোহলির গুরুত্ব আমাদের দলে অনেক। তাদের মতো সিনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে থাকলে সকলের আত্মবিশ্বাস বেড়ে যায়। ওদের অভিজ্ঞতাও সকলকে অনেক সাহায্য করে। ওদের পেয়ে খুব খুশি।" ছ'নম্বরে কে ব্যাটিং করবে সেই ব্যাপারও স্পষ্ট করে দিয়েছেন রাহুল। তাঁর কথায়, "আমি একই পজিশনে ব্যাট করব। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আমি ছ'নম্বরে খেলছি। তাই ছয়েই নামব। দলে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডির মতো অলরাউন্ডাররা রয়েছে। তবে কোন দল খেলবে, তা নিয়ে সন্ধ্যায় আমরা সিদ্ধান্ত নেব। আগামিকাল সেটা জানতে পারবেন। সেরা একাদশই বেছে নেব আমরা।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দলে ডাক পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রায় দু’বছর পর ফের জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। ২৮ বছর বয়সি এই খেলোয়াড় শেষবার ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলেছিলেন। শনিবার তাঁর প্রশংসা করেন রাহুল। তিনি বলেন, "রুতু অসাধারণ একজন খেলোয়াড়। সীমিত ওভারে ও যখনই সুযোগ পেয়েছে, তা কাজে লাগিয়েছে। ও কী করতে পারে সেটা দেখিয়েছে। ওর আরও সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু সব সময় আমাদের হাতে সেটা থাকে না। দলে মাত্র ১১ জনই খেলতে পারে। সব দিক ভেবেচিন্তেই আমাদের দল বাছতে হয়। আশা করছি এই সিরিজেই ও সুযোগ পাবে।"
শুভমানের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। যিনি ইতিমধ্যেই ১৬টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১১টি ম্যাচ। অর্থাৎ জেতার শতকরা হার ৬৮.৭৫। এর মধ্যে ১২ ওয়ানডে’তে ৮টিতে জয় পেয়েছেন তিনি। তাঁর পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলবে। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে রাহুল ৩০২ রান করেছেন। গড় ৩৩.৫৫। স্ট্রাইক রেট ৮২.২৮। এর মধ্যে চারটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৫৮। উল্লেখ্য, ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচ রাঁচিতে। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর।
