shono
Advertisement
Rohit Sharma

পারথে ব্যর্থতার পর অ্যাডিলেডে বাদ হিটম্যান? ভাইরাল ভিডিওয় জল্পনা

রোহিতের জায়গায় কি সুযোগ পেতে চলেছেন যশস্বী?
Published By: Prasenjit DuttaPosted: 02:51 PM Oct 22, 2025Updated: 05:48 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথে প্রত্যাবর্তনে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। এই ব্যর্থতা তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্যে অনেকেই আবার বলছেন, দ্বিতীয় ওয়ানডে'তে রোহিতের জায়গা সুরক্ষিত নয়। এক ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যাপারে জল্পনা আরও বেড়েছে।

Advertisement

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে'র আগে রোহিত এবং যশস্বীকে একসঙ্গে দেখা যায়। ভিডিওয় দেখা যায়, যশস্বীকে কিছু টিপস দিচ্ছেন হিটম্যান। তার আগে বাঁ-হাতি ওপেনারকে বেশ আপসেট হয়ে প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল। এরপর রোহিতকে যশস্বীর পাশে দাঁড়িয়ে শ্যাডো করতেও দেখা যায়। ভবিষ্যতের তারকার জন্য রোহিতের এই উদ্যোগ প্রশংসিতও হয়েছে। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় যশস্বীর। এরপর ওয়ানডে'তে মাঠে নামেননি মুম্বইয়ের এই তরুণ বাঁ-হাতি ওপেনার। ক্রিকেটমহলের একাংশের দাবি, রোহিত নয়, এবার শুভমানের ওপেনিংয়ের সঙ্গী হোক যশস্বী। 

বুধবার অ্যাডিলেডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক উপস্থিত ছিলেন। তাঁকে জিজ্ঞেস করা হয়, দ্বিতীয় ওয়ানডে'তে যশস্বী সুযোগ পাবেন কি না। উত্তরে সীতাংশু বলেন, "ও স্কোয়াডে রয়েছে। অনুশীলন করছে। ওরা জানে, ওদেরও পালা আসবে। দিনের শেষে ১১ জনই দলে সুযোগ পাবে। তাই দলে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।" এই পরিস্থিতিতে অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি বাকিদের সঙ্গে কথাও বলেন। কোহলি এবং রোহিতের ব্যাটিংও দেখেন। 

পারথে ৮ রানে আউট হয়েছেন রোহিত। প্রত্যাবর্তনের অগ্নিপরীক্ষার প্রথম ধাপে ব্যর্থ হয়েছেন তিনি। তবে মঙ্গলবার দেখার মতো ছিল রোহিতের ট্রেনিং। এটা ঘটনা যে, তাঁর ক্ষেত্রেও বার কয়েক বল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ই প্রাক্তন ভারত অধিনায়ককে দারুণ ছন্দে দেখিয়েছে। নেটে গায়ের জোরে বল ওড়ানোর চেয়েও টাইমিংয়ে বেশি মন দিয়েছিলেন ‘হিটম্যান’। চলতি সফরে বেশ চুপচাপই থাকতে দেখা যাচ্ছে পূর্বতন ভারত অধিনায়ককে। তিনি আর গিল এ দিন কয়েকটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছিলেন। প্রসঙ্গত, পারথে হার্ড লেংথ থেকে চকিত বাউন্স আদায় করে দুই ভারতীয় ওপেনারকে বিপদে ফেলেছিলেন অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজেলউড। কীভাবে তা রোখা যায়, তা নিয়ে পরিশ্রম করতে দেখা গিয়েছে রোহিতকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারথে প্রত্যাবর্তনে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা।
  • এই ব্যর্থতা তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছে।
  • এর মধ্যে অনেকেই আবার বলছেন, দ্বিতীয় ওয়ানডে'তে রোহিতের জায়গা সুরক্ষিত নয়।
Advertisement