সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থাকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে চলেছে ভারত। কিন্তু তার আগেই উদ্বেগজনক খবর ভারতীয় শিবিরে। অনুশীলনে চোট পেয়েছেন ঋষভ পন্থ।
ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। তাঁর ডেপুটি ঋষভ পন্থ। বিরাট কোহলি এবং রোহিত শর্মা না থাকায় এবার তরুণ ব্রিগেডকেই বাড়তি দায়িত্ব নিতে হবে। সেই কারণে সিরিজ শুরুর আগেই পন্থের চোট চিন্তা বাড়াল ভারতীয় শিবিরের।
সূত্রের খবর, প্র্যাকটিসে ব্যাটিং করার সময় বাঁ-হাতের কনুইয়ের নিচে চোট লেগেছে পন্থের। এমনকী যন্ত্রণায় কাতরাতে পর্যন্ত দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফ তাঁর শুশ্রূষায় এগিয়ে আসেন। চিকিৎসকরা তাঁর হাতে আইস প্যাক লাগান। চোটগ্রস্ত জায়গায় টেপ বেঁধে দেন তাঁরা। এরপর আর ব্যাটিং করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে, গোটা সময় মাঠেই ছিলেন এই তারকা।
এখন তাঁর চোট কেমন আছে, সেই ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, পন্থ জানিয়েছেন তিনি ঠিক আছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পন্থ চোট সারিয়ে উঠতে না পারলে তাঁর জায়গায় প্রথম টেস্টে দেখা যাবে ধ্রুব জুড়েলকে। উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।
