shono
Advertisement

Breaking News

Yash Dayal

আরও বিপাকে আইপিএল জয়ী ক্রিকেটার, যৌন হেনস্তাকাণ্ডে খারিজ দয়ালের জামিনের আবেদন

এই পরিস্থিতিতে আসন্ন আইপিএলে তাঁর খেলা নিয়েও সংশয় বাড়ল।
Published By: Prasenjit DuttaPosted: 09:24 AM Dec 25, 2025Updated: 09:24 AM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট কেরিয়ার কি শেষের পথে যশ দয়ালের? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্তা, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে এফআইআর দায়ের করেছিল এক নাবালিকা। তবে আইপিএল জয়ী ক্রিকেটার জামিনের আবেদন জানিয়েছিলেন। যা পত্রপাঠ খারিজ করে দিয়েছে জয়পুরের পকসো আদালত। 

Advertisement

আদালতের রায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পেসার আইপিএলের আগে আইনি ধাক্কার সম্মুখীন হলেন। জয়পুর মেট্রোপলিটন কোর্টের বিচারক অলকা বানসাল এই রায় দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁদের সামনে যে প্রমাণ রয়েছে, তাতে কোনওভাবেই প্রমাণিত হয় না যে, যশ দয়ালকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

জয়পুরের সাঙ্গানের থানায় ইতিমধ্যেই ক্রিকেটারের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এক নাবালিকা জানিয়েছে, এই পেসার তার ক্রিকেট কেরিয়ার তৈরি করে দেবে বলেছিলেন। তবে সেটা ছিল নিছকই অজুহাত মাত্র। এই অজুহাতেই প্রায় আড়াই বছর ধরে তার উপর মানসিকভাবে অত্যাচার চালিয়েছেন, হুমকি দিয়েছেন, জয়পুর এবং কানপুরের হোটেল-সহ একাধিক জায়গায় তাকে ধর্ষণ করেছেন দয়াল।

দয়ালের আইনজীবী কুণাল জয়মান জানিয়েছেন, তাঁর মক্কেল জনসমক্ষে নাবালিকার সঙ্গে দেখা করেছেন। ওই নাবালিকা নিজে নাকি প্রাপ্তবয়স্ক মহিলা হিসাবে পরিচয় দিয়েছিল। এমনকী আর্থিক সমস্যার অজুহাতে ক্রিকেটারের কাছ থেকে টাকাও নিয়েছে। কুণালের মতে, যশকে কলঙ্কিত করার জন্যই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গাজিয়াবাদেও এমন একটি অভিযোগ দায়ের হয়েছে ক্রিকেটারের নামে। সেক্ষেত্রে নাকি কোনও প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানা গিয়েছে, নির্যাতিতার মোবাইল থেকে চ্যাট, ছবি, ভিডিও কল, কল ডিটেলস রেকর্ড, হোটেল থেকে দেওয়া তথ্য থেকে যশ দয়ালের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএলে তাঁর খেলা নিয়েও সংশয় বাড়ল। উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ২৭ বছর বয়সি এক মহিলা আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তাঁর বক্তব্য, যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। এমনকী আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে। সবটাই করা হয়েছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্তা, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে এফআইআর দায়ের করেছিল এক নাবালিকা।
  • তবে আইপিএল জয়ী ক্রিকেটার যশ দয়ালের জামিনের আবেদন জানিয়েছিলেন।
  • যা পত্রপাঠ খারিজ করে দিয়েছে জয়পুরের পকসো আদালত। 
Advertisement