shono
Advertisement

টেস্ট র‍্যাঙ্কিংয়ে লাফ যশস্বী-পন্থের, বোলিং শীর্ষেই বুমরাহ

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং শীর্ষে কে?
Published By: Prasenjit DuttaPosted: 08:28 PM May 07, 2025Updated: 08:28 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির সর্বশেষ পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে, টেস্ট র‍্যাঙ্কিংয়ে লাফ যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের। বোলিং শীর্ষে রয়েছেন জশপ্রীত বুমরাহ। যদিও জাদেজার একধাপ নিচেই রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। র‍্যাঙ্কিংয়ে অসাধারণ উত্থান ঘটেছে তাঁর। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তবে সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে মিরাজ দারুণ ছন্দে থাকলেও টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তুলনায় দুর্বল জিম্বাবোয়ের সঙ্গে সেই সিরিজের ফলাফল ছিল ১-১। 

Advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে দু'টি টেস্টে একটি সেঞ্চুরি-সহ ১১৬ রান করেছেন মিরাজ। নিয়েছেন ১৫ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের পর মিরাজ কেরিয়ারের সেরা ৩২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। এরফলে তিনি মার্কো জ্যানসেনকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন। ৪০০ পয়েন্ট নিয়ে মিরাজের আগে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

একটি সেঞ্চুরির পর টেস্ট ব্যাটারদের তালিকায় মিরাজ আট ধাপ এগিয়ে এসেছেন। তিনি এখন ৫৫তম স্থানে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ ১২ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল। তিনি ২২০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে।

এদিকে, জশপ্রীত বুমরাহ ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর পাশাপাশি ৭৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দশে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন জাদেজা। অন্যদিকে, ইংল্যান্ডের জো রুট টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং শীর্ষে। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৫। চতুর্থ স্থানে যশস্বী জয়সওয়াল। ঋষভ পন্থ রয়েছেন দশম স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইসিসির সর্বশেষ পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবীন্দ্র জাদেজা।
  • অন্যদিকে, টেস্ট র‍্যাঙ্কিংয়ে লাফ যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের।
  • বোলিং শীর্ষে রয়েছেন জশপ্রীত বুমরাহ।
Advertisement