shono
Advertisement
Yuzvendra Chahal And RJ Mahvash

ফের মন ভাঙল চাহালের, এবার সঙ্গ ছাড়ছেন মাহভাশও! ইনস্টাগ্রামে বড় ইঙ্গিত

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে।
Published By: Subhajit MandalPosted: 06:39 PM Jan 21, 2026Updated: 06:39 PM Jan 21, 2026

সময়টা ভালো যাচ্ছে না যুজবেন্দ্র চাহালের। কেরিয়ারের ঘোর দুঃসময়। শেষ ৩ বছর জাতীয় দলের জার্সিতে ডাক পাননি। ঘরোয়া ক্রিকেটেও আর নিয়মিত খেলেন না। তাঁর ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে চর্চায়। ইতিমধ্যেই বিচ্ছেদ হয়েছে ধনশ্রী বর্মার সঙ্গে। এবার কি ফের ফের চাহালের জীবনে ঝড় আসছে? এতদিন যার সঙ্গে তাঁর প্রেম নিয়ে গুঞ্জন সেই আরজে মাহভাশও কি সঙ্গ ছাড়ছেন চাহালের? অন্তত ইনস্টাগ্রামে তেমনটাই ইঙ্গিত মিলল।

Advertisement

দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে একে অন্যকে 'ফলো' করতেন। কিন্তু এখন আর সেটা করেন না। মাহভাশ এবং চাহাল নাকি একে অপরকে 'আনফলো' করে দিয়েছেন। সদ্য নেটপ্রভাবী বারিন্দর চাওলা বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তারপরই সোশাল মিডিয়ায় গুঞ্জন, তাহলে কি মাহভাশও চাহালের সঙ্গ ছাড়লেন। ইদানিং দু'জনকে একসঙ্গে দেখাও যায় না। ফলে জল্পনা আরও বাড়ছে।

আসলে ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে। ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভুগিয়েছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে। উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থেকেছেন। আবার সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন। কিন্তু সেসবই কয়েক মাস আগে পর্যন্ত। গত কয়েক মাসে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এমনকী ইনস্টাগ্রামেও একে অপরের জন্য কোনও পোস্ট করেননি। এবার নাকি আনফলোও করে দিয়েছেন একে অপরকে। তাহলে কি বিচ্ছেদেই সিলমোহর? অবশ্য চাহাল বা মাহভাশ কেউই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কোনওদিন স্বীকার করেননি।

ইদানিং চাহালকে নিয়ে অবশ্য আরও একটা জল্পনা শোনা যাচ্ছে। তিনি নাকি প্রবল তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে চলতি বছর এক রিয়্যালিটি শো’য়ে অংশ নেবেন। ‘দ্য ৫০’ নামে ওই শো’তে অংশ নেবেন ৫০ জন বিখ্যাত ব্যক্তিত্ব। ক্রীড়া, বিনোদন, নেটদুনিয়ায় বিখ্যাতদের নিয়েই এই শো তৈরি হবে। সেই জল্পনার মধ্যেই চাহাল-মাহভাশের দূরত্বের খবর। যদিও চাহাল ওই রিয়েলিটি শো-তে যোগ দেওয়ার খবর অস্বীকার করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement