সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহাল আর ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের বিতর্ক কি আদৌ থামবে? পরিবেশ একটু ‘ঠান্ডা’ হলেই দুজনের মধ্যে কেউ না কেউ ঠিক বিস্ফোরক মন্তব্য করে বসেন। কিংবা সোশাল মিডিয়ায় খোঁচা দেন। এবার কি নয়া ইনিংস শুরু করতে চলেছেন চাহাল? ধনশ্রী অধ্যায় ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চান ভারতীয় স্পিনার। তবে আগের অভিজ্ঞতা ভোলেননি। তাই 'লাভ গুরু' হয়ে প্রেম-বিয়ের বিষয়ে জ্ঞানও বিতরণ করছেন চাহাল।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন চাহাল। কালো পোশাক পরা সেই ছবিগুলোর সঙ্গে ক্যাপশন, 'বিয়ের জন্য তৈরি। শুধু পাত্রী চাই।' সেই পোস্টে আবার অনেকে কমেন্ট করছেন, 'বিয়ে করলে কোনও রেডিও জকির সঙ্গে করবেন।' তাতে অনেকে রেডিও জকি মাহভাশকে ট্যাগ করছেন। কারণ ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের (Yuzvendra Chahal) পাশে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে। সেই ঘনিষ্ঠতা আরও বেড়েছে। ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে।
এদিকে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে জুনিয়রদের পরামর্শ দিচ্ছেন চাহাল। পাঞ্জাব কিংসের একটি আড্ডায় তাঁর সঙ্গী ছিলেন অর্শদীপ সিং, রবি বিষ্ণোইরা। সেখানে চাহাল মজা করে বলেন, "জীবনে বউ নেই, কিন্তু চাদর আছে।" তাতে আবার অর্শদীপ বলেন, "বিয়ের মরশুম চলছে।" বিষ্ণোই বলেন, "অনেক বিয়ে বাড়িতে গিয়েছি। কয়েকটায় গিয়ে নাচানাচি করেছি।" চাহাল প্রশ্ন করেন, "টাকা পেয়েছ?" কিন্তু বিষ্ণোই জানায়, বন্ধুর বিয়ে ছিল, তাই টাকা পাননি।
তারপর চাহাল অর্শদীপকে বিয়ে করার পরামর্শ দেন। তাতে আবার অর্শদীপ পালটা খোঁচা দেন, "কেন এই জীবনটা ভালো লাগছে না?" চাহালের তৎক্ষণাৎ উত্তর, "তোমার ব্যাঙ্কে অনেক টাকা রয়েছে। বিয়ে করতেই পারো।" আসলে বিবাহ বিচ্ছেদের পর চাহালকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোশ দিতে হয়েছিল। সেটা নিয়েই খোঁচা দিলেন তিনি।
