shono
Advertisement
Cristiano Ronaldo

কেরিয়ারে ৯০০ গোল, প্রথম ফুটবলার হিসাবে অতিমানবীয় কীর্তি রোনাল্ডোর

ম্যাচের ৩৪ মিনিটে গোল রোনাল্ডোর।
Published By: Anwesha AdhikaryPosted: 09:09 AM Sep 06, 2024Updated: 09:09 AM Sep 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিনিশড। তাঁর নামের পাশে ঠিক এই কথাটাই বসিয়ে দিয়েছিলেন ফুটবলবোদ্ধাদের অনেকে। ৩৯ বছর বয়স হয়েছে, সহজ পেনাল্টিও মারতে পারেন না। তাঁকে ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় রাখারও যোগ্য মনে করে না ফুটবলদুনিয়া। কিন্তু তিনি তো চ্যাম্পিয়ন। এত সহজে কি তাঁর গায়ে 'ফিনিশড' তকমা লাগিয়ে দেওয়া যায়? আবারও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করলেন নিজের কেরিয়ারের ৯০০তম গোল। নিন্দুকদের আরও একবার বুঝিয়ে দিলেন, ৩৯ বছরেও ফুটবলকে কথা শোনাতে পারে তাঁর পা।

Advertisement

বৃহস্পতিবার নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রোনাল্ডোর দল। সাত মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে গোল করেন দিয়েগো দালোট। তার পরে ৩৪ মিনিটে ম্যাজিক মোমেন্ট। নুনো মেন্ডেসের মাপা পাস থেকে নিখুঁত শটে সি আর সেভেনের গোল। আজ পর্যন্ত কোনও ফুটবলারের যে কৃতিত্ব নেই, সেই ৯০০ গোলের মাইলফলক গড়ে ফেললেন পর্তুগিজ মহাতারকা।

[আরও পড়ুন: রাম রহিমকে ৬ বার প্যারোলে মুক্তি দিয়েছিলেন, হরিয়ানায় সেই জেলারই এবার বিজেপি প্রার্থী!

নজির গড়া গোল করেই আবেগে ভেসে গেলেন রোনাল্ডো। দৌড়ে মাঠের ধারে গিয়ে ঘাসের মধ্যে মুখ গুঁজে বসে পড়েন। চোখ থেকে ধরে পড়ে আনন্দাশ্রু। নতুন নজিরের মালিক রোনাল্ডোকে অভিনন্দন জানাতে ছুটে আসেন সতীর্থরা। উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

ম্যাচের পরে সাক্ষাৎকার দিতে গিয়ে রোনাল্ডো জানান, "এরকম একটা নজির গড়তে পারাটা সত্যিই খুব আবেগঘন ব্যাপার। আমি জানতাম এরকম একটা সংখ্যায় পৌঁছতে পারি একদিন। তবে এই জায়গা ধরে রাখতে কতখানি নিষ্ঠা দরকার, সেটা শুধু আমিই জানি। আমার কাছের মানুষরা জানে, প্রতিদিন আমাকে কতটা পরিশ্রম করতে হয়।" শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

[আরও পড়ুন: শেষমুহূর্তে বাতিল রাইড, মেজাজ হারিয়ে মহিলা যাত্রীকে চড় অটো চালকের!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল।
  • নতুন নজিরের মালিক রোনাল্ডোকে অভিনন্দন জানাতে ছুটে আসেন সতীর্থরা। উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।
  • শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় পর্তুগাল।
Advertisement