shono
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

'আমার সব গোলের ভিডিও আছে', ১০০০ গোলের লক্ষ্য বেঁধে পেলেকে খোঁচা রোনাল্ডোর

রোনাল্ডোর ইউটিউব চ্যানেল 'UR Cristiano' নেটদুনিয়ায় তাঁর মতোই একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে।
Published By: Arpan DasPosted: 06:54 PM Aug 29, 2024Updated: 06:54 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইউরোপ ছেড়েছেন বছর দুয়েক আগে। কিন্তু ইউরোপীয় ফুটবল আজও তাঁর রেকর্ড ভাঙার ধারেকাছে আসতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যে কারণে উয়েফা থেকে বিশেষ সম্মানও পাবেন। কিন্তু এখানেই থামতে চান না সিআর৭। কেরিয়ারে কত গোল করতে চান, তার লক্ষ্য বেঁধে নিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রয়াত কিংবদন্তি পেলের রেকর্ড নিয়েই প্রশ্ন ছুঁড়ে দিলেন পর্তুগিজ মহাতারকা।

Advertisement

কেরিয়ারে প্রায় ১২০০ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। সব মিলিয়ে করেছেন ৮৯১ গোল। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি গোল রয়েছে তাঁর। ফুটবল কেরিয়ারের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রয়েছেন তাঁর পিছনে। মাঠের বাইরে সম্প্রতি নতুন একটি দিক খুলে গিয়েছে রোনাল্ডোর। নিজের ইউটিউব চ্যানেল 'UR Cristiano' নেটদুনিয়ায় তাঁর মতোই একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে। সেখানেই আলাপচারিতায় আল নাসের তারকা জানালেন তাঁর আগামী লক্ষ্য।

[আরও পড়ুন: কর্মক্ষেত্র শিবাজি পার্কে বসবে রমাকান্ত আচরেকরের মূর্তি, সরকারের সিদ্ধান্তের প্রশংসা শচীনের]

পাঁচবারের ব্যালন ডিওর জয়ী ফুটবলার এককালের সতীর্থ রিও ফার্দিনান্দকে বলেন, "এর মধ্যেই আমার ৯০০ গোল হয়ে যাবে। তার পর আমি ১০০০ গোলে পৌঁছে যাব। আমি সেটা করতে চাই। ৪১ বছরে অবসর নেব কিনা জানি না। সেই জন্যই বলছিলাম, আমি বর্তমানে বাঁচতে চাই। যদি চোটআঘাত না পাই, তাহলে ১০০০ গোলে পৌঁছব। আমার কাছে ফুটবল জীবনে সেটাই সেরা লক্ষ্য হবে।"

[আরও পড়ুন: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ টেস্ট ম্যাচ পাকিস্তানের, দলে নেই তারকা পেসার]

সেই সঙ্গে পেলের রেকর্ডকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি রোনাল্ডো। কেরিয়ারে প্রতিযোগিতা মূলক ম্যাচে ব্রাজিলিয়ান কিংবদন্তি কত গোল করেছেন, তার পরিসংখ্যান নিয়ে নানা চর্চা রয়েছে। রোনাল্ডো বলেন, "একটাই পার্থক্য রয়েছে, আমি যত গোল করেছি, তার ভিডিও রয়েছে। ফলে আমি সেটা সত্যিকারে প্রমাণ করতে পারব।" তার পর ফার্দিনান্দের পালটা প্রশ্নের উত্তরে রোনাল্ডো বলেন, "আমি পেলে, দি স্তেফানোদের মতো তারকাদের সম্মান করি। কিন্তু যদি আরও গোল দেখতে চাও, তাহলে আমি ট্রেনিংয়ের ভিডিও নিয়ে আসব। সেগুলোও ভিডিওয় আছে। সবাইকে প্রমাণ দেখাতে পারব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি ইউরোপ ছেড়েছেন বছর দুয়েক আগে। কিন্তু ইউরোপীয় ফুটবল আজও তাঁর রেকর্ড ভাঙার ধারেকাছে আসতে পারেনি।
  • চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যে কারণে উয়েফা থেকে বিশেষ সম্মানও পাবেন।
  • এখানেই থামতে চান না সিআর৭। কেরিয়ারে কত গোল করতে চান, তার লক্ষ্য বেঁধে নিয়েছেন তিনি।
Advertisement