সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ইরানে গিয়ে ক্ষণিকের তরেই যেন হয়ে গিয়েছিলেন সেই হ্যামলিনের বাঁশিওয়ালা। তিনি যেখানে, সমর্থকরাও সেখানে। তাঁকে একবার দেখার জন্য, একবার ছোঁয়ার জন্য উন্মাদের মতো অবস্থা ইরানের ফুটবলপ্রেমীদের। রোজ রোজ তো আর ইরানে বিশ্বখ্যাত ফুটবলাররা আসেন না। রোজ রোজ তো আর তাঁদের কেউ দেখতে পান না।
তেহেরানের আজাদি স্টেডিয়ামে অনুষ্ঠিত আল নাসের (AL Nassr)-পেরসেপোলিস ম্যাচে অবশ্য রোনাল্ডো গোল পাননি। গোলের সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ মহানায়ক কিন্তু স্কোরশিটে নিজের নাম তুলতে পারেননি। গোল না পেলেও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ তিনি শুরু করলেন জয় দিয়েই।
[আরও পড়ুন: এশিয়া কাপ জিতেও ছুটি নেই, মার্সিডিজ থামিয়ে ভোররাতে ভক্তদের সঙ্গে সেলফি রোহিতের]
রোনাল্ডোকে মেরেই লাল কার্ড দেখেন পেরসেপোলিসের মিলাদ। ইরানের ক্লাবটি নেমে যায় ১০ জনে। ইরানের সেই ক্লাবকে আল নাসের হারিয়ে দিল ২-০ গোলে। খেলার একেবারে শেষ লগ্নে রোনাল্ডোকে তুলে নেওয়া হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে নতুন এক রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। হাজার-তম পেশাদার ম্যাচে অপরাজিত রইলেন রোনাল্ডো। নিজ দলের হয়ে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছেন ২২৪ ম্যাচ।
২০২১ সালে পেরসেপোলিস সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। সেই জন্য আল নাসেরের বিপক্ষে পেরসেপোলিসের কোনও সমর্থককে গ্যালারিতে দেখা যায়নি। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে দুটি গোল পায় আল নাসের। পেরসেপোলিস রাইটব্যাক দানিয়েল এসমায়েলিফায়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইরানের ক্লাবটি। আল নাসেরের হয়ে দ্বিতীয় গোলটি করেন মহম্মদ কাসেম। জিতল আল নাসের। কিন্তু ম্যাচটির আকর্ষণের কেন্দ্রে ছিলেন রোনাল্ডো।
[আরও পড়ুন: ICC World Cup 2023: প্রকাশ্যে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম, প্রীতমের সুরে রণবীরের নাচে জমজমাট ভিডিও]