shono
Advertisement

প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেলল কাক! নেটদুনিয়ায় ‘হিরো’ ঝাড়ুদার পাখি

নেটদুনিয়ায় ভাইরাল ঝাড়ুদার পাখির পরিবেশ পাঠ৷ The post প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেলল কাক! নেটদুনিয়ায় ‘হিরো’ ঝাড়ুদার পাখি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Aug 24, 2019Updated: 06:20 PM Aug 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের জেরে প্রায় বিপন্ন বাস্তুতন্ত্র৷ বারবারই আমজনতাকে সচেতন করা হচ্ছে৷ তবে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধেই চলছে পরিবেশের উপর অত্যাচার৷ এই পরিস্থিতিতে একটি কাকই দিল পরিবেশ রক্ষার পাঠ৷ নেটদুনিয়ায় ভাইরাল পাখির পরিবেশ শিক্ষা৷

Advertisement

[আরও পড়ুন: যুবকের পশ্চাদদেশে মৌচাক! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা]

সম্প্রতি এক ব্যক্তি একটি টুইট করেন৷ ওই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে দেখা যাচ্ছে রাস্তার পাশে রয়েছে ডাস্টবিন৷ তার উপরে এসে উড়ে বসল একটি কাক৷ মুখে ফাঁকা প্লাস্টিকের বোতল৷ ইচ্ছা হলে রাস্তাতেই মুখ থেকে ওই বোতলটি ফেলে দিতে পারত কাক৷ কিন্তু, নাহ! সে যে পরিবেশ সচেতন৷ তাই তো ফাঁকা বোতল কাক ফেলল নির্দিষ্ট জায়গায়৷ ডাস্টবিনেই বোতল ফেলে নীল আকাশে ডানা মেলল পরিবেশের বন্ধু৷ এই ভিডিওই ভাইরাল হয়ে যায় নিমেষেই৷

পরিবেশ যখন প্রায় বিপন্ন, সেই পরিস্থিতিতে এই ভিডিওটির কাকটি বেশ প্রশংসা কুড়িয়েছে৷ পাখি, পশুদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় বলেও উল্লেখ করেন কেউ কেউ৷ আবার নেটিজেনদের একাংশের দাবি, যা মানুষ করতে পারেনি তা কাক করে দেখিয়েছে৷ কাককে ঝাড়ুদার পাখি বলা হয়৷ পরিবেশ সচেতন নেটিজেনদের বক্তব্য, শিক্ষার কোনও বয়স নেই৷ সেক্ষেত্রে কাকের থেকে পরিচ্ছন্নতার পাঠ নেওয়া যেতে পারে৷

তাই সেক্ষেত্রে কাক এছাড়াও পরিবেশের জন্য আরও অনেক ভাল কাজ করে বলেই দাবি পরিবেশবিদদের৷ তবে ডাস্টবিনে ফাঁকা বোতল ফেলার জন্য কাককে হয়তো প্রশিক্ষণ দেওয়া হতে পারে বলেও দাবি পক্ষীবিশেষজ্ঞদের৷

The post প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেলল কাক! নেটদুনিয়ায় ‘হিরো’ ঝাড়ুদার পাখি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার