shono
Advertisement

সুদূর রোমেও উঠল ‘মোদি মোদি’হর্ষধ্বনি, গান্ধীমূর্তিতে মাল্যদানের সময় জনতার মাঝে প্রধানমন্ত্রী

জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
Posted: 05:38 PM Oct 29, 2021Updated: 07:48 PM Oct 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদূর রোমেও উঠল ‘মোদি মোদি’ হর্ষধ্বনি।নমোর জন্য একের পর এক সংস্কৃত শ্লোক আওড়ালেন ভক্তরা। ইটালির জনতার এহেন ভালবাসায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)

Advertisement

[আরও পড়ুন: তুচ্ছ মৃত্যুভয়! তালিবানি ফতোয়া উড়িয়ে গোপনেই ক্লাস চালু আফগান মেয়েদের]

জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের ইটালি সফরে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এদিন একগুচ্ছ কর্মসূচির মধ্যে রোমের ‘পিয়াজ্জা গান্ধী’-তে জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তখনই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা।উপস্থিত ব্যক্তিদের সঙ্গে হাতজোড় করে আলাপ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গেই ‘মোদি মোদি’ হর্ষধ্বনিতে কেঁপে ওঠে আকাশ। সংস্কৃত শ্লোকও বলেন অনেকে। সব মিলিয়ে, ইটালির জনতার থেকে এমন ভালবাসা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী।

রোমে জি-২০ বৈঠকের পাশাপাশি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গেও আলোচনায় বসবেন মোদি।এদিকে, জি-২০ বৈঠকের আগে আজ ইউরোপীয় ইউনিয়নের কমিশনার চার্লস মিশেল ও প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদি।

উল্লেখ্য, সেখানে জি-২০ সম্মেলনে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ও করোনা মহামারীর পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা করবেন তিনি। তারপর সম্মেলন শেষে ৩১ অক্টোবর ওয়ার্ল্ড লিডার্স সামিট অফ সিওপি-২৬-এ যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যাবেন মোদি। আজ থেকে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত সফর রয়েছে তাঁর। এ বছর COP26 অর্থাৎ পরিবেশ সম্মেলন বসছে গ্লাসগোয়। সেখানে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা হবে।পরিবেশ বাঁচাতে ভারতের ভূমিকার কথা উল্লেখ করবেন প্রধানমন্ত্রী। ভারত বরাবরই পরিবেশ রক্ষায় এগিয়ে। সেই সংক্রান্ত বিষয়টাই আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরবেন মোদি।

[আরও পড়ুন: বই ‘অপবিত্র’, আফগানিস্তানে তালিবানের রক্তচক্ষুতে অন্ধকারে বইওয়ালাদের ভবিষ্যৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement