shono
Advertisement

Breaking News

Amdanga

ভোটের মুখে উত্তপ্ত আমডাঙা, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

নিশানায় তৃণমূল।
Published By: Paramita PaulPosted: 11:28 AM May 19, 2024Updated: 01:58 PM May 19, 2024

অর্ণব দাস, বারাসত: ভোটের মুখে বোমাবাজি! বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ভাঙল বাড়ির কাচ। শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

বারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙা এলাকা। সোমবার সেখানে ভোটগ্রহণ। তার আগেই বোমাবাজি ঘিরে উত্তপ্ত হল এলাকা। স্থানীয় সূত্রে খবর, মাঝরাতে আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের ১৬৮ নম্বর বুথ এলাকায় বিজেপি নেতা মহম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে ৪-৫টি বোমা ছোড়া হয়। যার জেরে বাড়ির কাচ ভেঙে পড়ে। বাড়ির মালিক আবু হেনার অভিযোগ, সিপিএম ছেড়ে এখন বিজেপি করেন তিনি। এলাকার মানুষ এটা মেনে নিতে পারছেন না। এলাকার বিজেপি ভোটারদের ভয় দেখাতে তাঁর বাড়িকে টার্গেট করেছে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: কাল কালবৈশাখী, সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে ঝড়জল, কমবে গরম?]

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের দাবি, এখানে বোমাবাজির সংস্কৃতি ছিল না। এটা বিজেপি সংস্কৃতি। ভোটের আগের দিন তাঁরা এলাকায় বোমা মেরে খবরে আসতে চাইছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তদন্তে নেমেছে পুলিশ। 

[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ভাঙল বাড়ির কাচ।
  • যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  • বারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙা এলাকা।
Advertisement