shono
Advertisement

Breaking News

CSIR

সিএসআইআর-এ অ্যাপ্রেন্টিস নিয়োগ, মিলবে স্টাইপেন্ডও

কীভাবে আবেদন করবেন?
Posted: 12:00 AM May 01, 2024Updated: 12:00 AM May 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ‌্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। কাজের বিনিময়ে দেওয়া হবে স্টাইপেন্ডও। CSIR অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ‌্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় অফিস অ‌্যাসিস্ট‌্যান্ট/মডার্ন অফিস ম‌্যানেজমেন্ট পদে নিয়োগ করা হবে।

Advertisement

শূন্যপদের সংখ্যা:
মোট শূন‌্যপদ ২৫। অনলাইনে আবেদন করতে হবে।
যোগ‌্যতা:
ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ‌্যালয় থেকে বি.এ/বি.এসসি/বি.কম/বিবিএ/ বিসিএ পাশ করে থাকতে হবে। আবেদনকারীকে ২০২০-২০২৪-এর মধ্যে গ্র‌্যাজুয়েট হতে হবে।

[আরও পড়ুন: শুধু ডিগ্রি পেলেই হবে না, কেন পড়ুয়াদের দেশ-দশের খবর রাখাও প্রয়োজন? জানালেন বিশেষজ্ঞ]

ট্রেনিংয়ের সময়সীমা: ১ বছর।
স্টাইপেন্ড: ৯০০০ টাকা।

[আরও পড়ুন: নিট দেবে? ছোট হলেও ফিজিক্সের এই চ্যাপ্টারগুলি গুরুত্বপূর্ণ, রইল পরামর্শ]

আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইট https://nats.education.gov.in -গিয়ে রেজিস্টার করা না থাকলে প্রথমে রেজিস্টার করুন। তার পর প্রয়োজনীয় ডকুমেন্টস-সহ ফর্মটি পূরণ করে সাবমিট করুন। আবেদনের শেষ তারিখ ১৫মে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement