সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), আইপিএলে গুরু-শিষ্যের দ্বৈরথ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই অধিনায়ক খেলতে নামবেন একে অপরের বিরুদ্ধে। কিন্তু মাঠে নামার আগেই চোট সমস্যায় জর্জরিত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই। হাঁটুর চোটে ভুগছেন অধিনায়ক নিজেই। সেই সঙ্গে কার্যত হাসপাতালে পরিণত হয়েছে চেন্নাই শিবির। দলের প্রত্যেক পেসারই চোট সমস্যায় কাবু।
ক্রিকেটমহলের অনেকের অনুমান, চলতি বছরেই শেষবার আইপিএল (IPL) খেলছেন ধোনি। তাই শেষবারের মতো একই মাঠে বিরাট কোহলির সঙ্গে ধোনির খেলা দেখতে মুখিয়ে রয়েছেন বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের (IPL 2023) প্রথম চার ম্যাচেই ব্যাট হাতে মাহি ম্যাজিক দেখেছে ক্রিকেট দুনিয়া। কিন্তু সোমবারের ম্যাচে আদৌ সেই ঝোড়ো পারফরম্যান্স দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
[আরও পড়ুন: ৬৬ ঘণ্টা পর উদ্ধার জীবনকৃষ্ণর দ্বিতীয় মোবাইল, পুকুরে এখনও জারি তল্লাশি]
আগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেও মাঠের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল ধোনিকে। পরে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ধোনির হাঁটুর চোট এখনও সারেনি। তবে তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে এখনও কোনও প্রশ্ন তোলার জায়গা নেই। তবে সোমবারের ম্যাচে কেমন ব্যাটিং করতে পারেন, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
শুধু ধোনি নন, চোটের কবলে পড়েছে চেন্নাইয়ের গোটা পেস ব্যাটারি। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস প্রথম দুই ম্যাচে খেলার পর থেকে মাঠে নামতে পারছেন না। এছাড়াও আপাতত মাঠে নামার অবস্থায় নেই চেন্নাইয়ের সবচেয়ে ভরসাযোগ্য পেসার দীপক চাহার। এছাড়াও সিসান্দা মাগালা, সিমরজিৎ সিং- সকলেই চোট পেয়েছেন। ফলে চেন্নাইকে কার্যত পেসার ছাড়াই নামতে হবে চিন্নাস্বামীতে। সোমবারের ম্যাচে দলের পেস আক্রমণের দায়িত্ব থাকতে পারে ডোয়েন প্রিটোরিয়াসের কাঁধে।