সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে মোদির অভিযান নিয়ে দিকে দিকে সমালোচনা৷ তবে কালো টাকার কারবারিদের মৌচাকে যে ঢিল পড়েছে তার প্রমাণও মিলছে৷ এবার নর্দমা থেকে মিলল রাশি রাশি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷
রবিবার কলকাতার গল্ফগ্রিন থেকে উদ্ধার হয়েছিল ছেঁড়া বাতিল নোট৷ তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশে৷ এবার গুয়াহাটির রুক্মিনীনগরে ঘটেছে একই ঘটনা৷ সেখানে নর্দমায় মিলল রাশি রাশি বাতিল ৫০০ ও এক হাজার টাকার নোট৷ যেহেতু নোট বাতিলের পাশাপাশি বাতিল টাকা জমা দেওয়ার উর্ধ্বসীমাও বেঁধে দিয়েছে কেন্দ্র৷ অর্থাৎ নির্দিষ্ট সীমারেখা পার হলেই লেনদেনের উপর নজর পড়বে আয়কর দফতরেই৷ এই পদক্ষেপই নাড়িয়ে দিয়েছে কালো টাকার কারবারিরা৷ আর তাই উপায়ন্তর না দেখেই টাকা ফেলে দেওয়া হচ্ছে নর্দমা বা ডাস্টবিনে৷
অনেকে আবার এই রেখে দেওয়া টাকার সদ্বব্যবহার করছেন মন্দিরের প্রণামিতে৷ তামিলনাড়ুর জলাকান্দেশ্বর মন্দিরে যা প্রণামি মিলেছে সবই ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোটে৷ যার অর্থমূল্য প্রায় ৪৪ লক্ষ টাকা৷