shono
Advertisement

জোম্যাটোর নামে প্রতারণা! খাবার অর্ডার দিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন মহিলা

জোম্যাটো কর্তৃপক্ষ এই ঘটনায় পৃথক অভিযোগ দায়ের করেছে৷ The post জোম্যাটোর নামে প্রতারণা! খাবার অর্ডার দিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Aug 14, 2019Updated: 04:32 PM Aug 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোম্যাটোয় খাবার অর্ডার করতে গিয়ে প্রতারিত হলেন এক মহিলা৷ ওই খাবার সরবরাহকারী সংস্থায় অর্ডার নেওয়ার নামে প্রতারণা করা হচ্ছে বলেই অভিযোগ তাঁর৷ থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা৷ তবে গ্রেপ্তার হয়নি কেউই৷

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীর সম্পর্কে টুইটারে ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাকিস্তান, বন্ধের আরজি কেন্দ্রের]

দিনকয়েক আগে বেঙ্গালুরুর এক মহিলা জোম্যাটোয় খাবার অর্ডার করেন৷ কিছুক্ষণের মধ্যে তিনি অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেন৷ ৯১৩৪৪২৫৪০৬ নম্বরে ফোন করেন তিনি৷ অর্ডার দেওয়া খাবারের টাকাও ফেরত চান ওই মহিলা৷ তাঁর দাবি, অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসে৷ তবে তারপরই আরও একটি মেসেজ পান ওই মহিলা৷ ওই মেসেজ দেখে চক্ষু ছানাবড়া মহিলার৷ কারণ তিনি দেখতে পান, তাঁর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে৷ ১৭ হাজার ২৮৬ টাকা খুইয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই মহিলা৷

বেঙ্গালুরুর মহিলার মতো একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে চেন্নাইয়ের এক ব্যক্তিকেও৷ তিনিও খাবার অর্ডার দেওয়ার জন্য জোম্যাটো ভেবেই একটি নম্বরে ফোন করেন৷ খাবারের অর্ডার দেওয়ার আগে তাঁর থেকে সুকৌশলে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য নেওয়া হয়৷ তবে কিছুটা খটকা লাগে ওই ব্যক্তির৷ তাই ব্যাংক অ্যাকাউন্টের ভুল তথ্য দেন তিনি৷ সঙ্গে সঙ্গেই তাঁর নম্বরে মেসেজ আসে যে ভুল পিন নম্বর দিয়ে তাঁর অ্যাকাউন্টের টাকা হাতানোর চেষ্টা করা হয়েছে৷

[আরও পড়ুন: মাত্র ৭০০ টাকায় মিলবে কেবল-ফোন-ইন্টারনেট পরিষেবা, বড় ঘোষণা রিলায়েন্স জিও-র]

দুটি ঘটনাতেই থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা৷ পরিবর্তে প্রতারকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৬৬সি এবং ৬৬ডি ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷ জোম্যাটোর তরফেও এই ঘটনায় একটি পৃথক মামলা রুজু করা হয়েছে৷  

The post জোম্যাটোর নামে প্রতারণা! খাবার অর্ডার দিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement