shono
Advertisement

CWC 2023 IND vs BAN: এক ইনিংসে গুচ্ছ রেকর্ড, বাংলাদেশ বধের ম্যাচে কী কী নজির গড়লেন বিরাট?

বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়েও শীর্ষস্থান দখল করতে পারল না ভারত।
Posted: 11:24 AM Oct 20, 2023Updated: 02:14 PM Oct 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট (Virat Kohli) সেঞ্চুরি কোহলির। একই ইনিংসে রেকর্ডের ফুলঝুরি গড়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট আরও একবার বুঝিয়ে দিলেন, কেন তাঁকে সর্বকালের সেরাদের মধ্যে ধরা হয়। তাঁর অনবদ্য ইনিংসে ভর করেই বাংলাদেশের বিরুদ্ধে (CWC 2023 IND vs BAN) অনায়াস জয় পেল ভারত।

Advertisement

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে কী কী রেকর্ড গড়লেন বিরাট:
১। সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান
২। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রানের মালিক (২৬০২৬)
৩। দ্রুততম ব্যাটার হিসাবে ৪৮ সেঞ্চুরি

[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]

৪। আইসিসির (ICC) সীমিত ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান (২৯৫৯)
৫। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৫০+ রান
৬। আইসিসির প্রতিযোগিতায় রান তাড়া করে সবচেয়ে বেশি ৫০+ রান
৭। আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ (১০)

[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! বউবাজারে গ্রেপ্তার স্বামী]

কোহলির অনবদ্য সেঞ্চুরি এবং ভারতের বিরাট জয়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচের চারটিতেই দাপুটে পারফরম্যান্স, এসবের পরও একটা খচখচানি থেকে গেল ভারতীয় শিবিরে। সেটা হল লিগ টেবিলে শীর্ষ স্থান দখল করতে না পারা। আসলে ভারতের মতো নিজেদের প্রথম চার ম্যাচ জিতেছে নিউজিল্যান্ডও। কিন্তু নেট রান রেটে এখনও এগিয়ে কিউয়িরা। নিউজিল্যান্ডের নেট রান রেট এখন +১.৯২৩। তাঁরাই রয়েছে শীর্ষস্থানে। +১.৬৫৯ নেট রান রেট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement