shono
Advertisement

CWC 2023: যত কাণ্ড ভারতীয় ক্যাম্পে! বাঁ হাতে স্পিন করছেন বুমরাহ, কুলদীপ হয়ে গেলেন ডান হাতি

রইল ভারতীয় ক্রিকেটারদের নেট প্র্যাকটিসের ভিডিও।
Posted: 03:33 PM Oct 27, 2023Updated: 04:34 PM Oct 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপজ্জনক বোলার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বাঁ হাতে স্পিন বল করছেন! হাসি খেলে যাচ্ছে তাঁর মুখে।
কুলদীপ যাদব (Kuldeep Yadav) আবার বাঁ হাতের পরিবর্তে ডান হাতে স্পিন বল করছেন। রবীন্দ্র জাদেজাকেও ডান হাতে বল ঘোরাতে দেখা গেল। যা দেখার পরে নিজেই অবাক হয়ে গেলেন। 
শুভমান গিল আবার ব্যাট হাতে নন। বল হাতে অবতীর্ণ হলেন ভারতের নেটে। হাত ঘুরিয়ে উইকেটও তুলে নিলেন। সূর্যকুমার যাদবকে দলে চাইছেন হরভজন সিংয়ের মতো প্রাক্তন। সেই সূর্যকেও চার পা দৌড়ে ডান হাতে স্পিন বল করতে দেখা গেল। 
রবিবারের ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে ব্যতিক্রমী ছবি লখনউয়ে। যাঁকে যেভাবে দেখতে অভ্যস্ত, সেভাবে দেখা গেল না। পেসার হয়ে গেলেন স্পিনার। বাঁ হাতি বোলার হয়ে গেলেন ডান হাতি। 

Advertisement

[আরও পড়ুন: ‘ধর্ম পরিবর্তনের জন্য বহুবার চাপ দিয়েছে আফ্রিদি’, ফের বিস্ফোরণ কানেরিয়ার]

 

বাদ গেলেন না বিরাট কোহলিও। চলতি বিশ্বকাপে (CWC 2023) মাত্র তিনটি বল করেছেন তিনি। তাও আবার বাংলাদেশ ম্যাচে হঠাতই চোট পেয়ে যাওয়া হার্দিক পাণ্ডিয়ার ওভার শেষ করার জন্য। সেই বিরাট কোহলিকেও বোলিং করতে দেখা গিয়েছে নেটে। ভারতীয় তারকারা হাসছেন, নিজেদের মধ্যে রসিকতা করছেন, আত্মবিশ্বাসী দেখাচ্ছে সবাইকে। সব মিলিয়ে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়ার তারকারা। দল জিততে থাকলে, এমনই  পরিবেশ তৈরি হয়। ভারতীয় ক্যাম্পের পরিস্থিতিও সেরকমই। চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন হার্দিক পাণ্ডিয়া। তাতেও চিন্তান্বিত দেখাচ্ছে না ভারতীয় শিবিরকে। ফর্মে  ফিরেছেন প্রায় সবাই। দেশ চাইছে এই দৌড় অব্যাহত থাকুক। 

 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরেই রোহিতদের কোচ বদল, দ্রাবিড়ের জায়গায় আসতে পারেন লক্ষ্মণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement