shono
Advertisement
Barasat

সোনার কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ বারাসতে, অগ্নিদগ্ধ এক নাবালক-সহ ৩ শ্রমিক

আশঙ্কাজনক অবস্থায় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিন শ্রমিক। বিস্ফোরণ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 09:47 PM Feb 12, 2025Updated: 09:48 PM Feb 12, 2025

অর্ণব দাস, বারাসত: সোনার কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ বারাসতের হরিতলায়। অগ্নিদগ্ধ তিন শ্রমিক। এঁদের মধ্যে একজন নাবালক। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তিনজনের মধ্যে দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। 

Advertisement

বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারাসত শহরের হরিতলা এলাকা সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হরিতলা এলাকায় একাধিক দোকানে সোনার গয়না তৈরির কাজ হয়। সেখানে সোনা গলানের কাজে মূলত এলপিজির ছোট গ্যাস সিলিন্ডারে ব্যবহার করেন শ্রমিকরা। দোকানেই হয় সেই কাজ। বুধবারও তেমনই একটি দোকানে কাজ করছিলেন এক নাবালক-সহ তিনজন। আচমকা বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। গিয়ে দেখেন, কর্মরত অবস্থায় দগ্ধ হয়েছেন তিনজন। যে সিলিন্ডারে কাজ করা হচ্ছিল, সেটি ফেটে গিয়েছে।

সঙ্গে সঙ্গে প্রত্যেককে চিকিৎসার জন্য বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানান, তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিৎসা চলছে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কাজ করতে ভয় পাচ্ছেন সোনার দোকানে কর্মীরা। উঠছে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও। কেন ছোট দোকানগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া এভাবে এলপিজি ব্যবহার করা হয়? প্রশ্ন কর্মীদের পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement