সোমনাথ রায়, নয়াদিল্লি: রাজ্যের সঙ্গে বৈঠকে রফাসূত্র মেলেনি। এবার সুপ্রিম কোর্টেও খানিকটা হতাশ হতে হল রাজ্যের ডিএ আন্দোলনকারীদের। শীর্ষ আদালতে আরও একবার পিছিয়ে গেল DA মামলার শুনানি। আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সেটা হচ্ছে না।
ডিএ নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও এপর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছে। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে নতুন করে বেঞ্চ গঠন করা হয়েছিল।
[আরও পড়ুন: দলীয় নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ! কংগ্রেস থেকে বহিষ্কৃত অভিযোগকারী মহিলা নেত্রীই]
কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ও পরে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। এবারে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে বেঞ্চ গঠন হয়। গত ২১ মার্চ এই বেঞ্চে মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেটাও হয়নি। দু’দফায় পিছিয়ে যাওয়ার পর মামলার শুনানির দিন ঠিক হয়েছিল আগামী ২৪ এপ্রিল। কিন্তু সমস্যা হল সোমবার দুই বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টে একাধিক বেঞ্চে রদবদল হয়েছে। যার ফলে ডিএ মামলা এদিন শোনা হবে না বলেই জানা গিয়েছে। নতুন করে ওই মামলার শুনানির দিন নির্ধারণ করা হবে।
[আরও পড়ুন: ইফতারের ফল নিয়ে যাওয়ার সময়ই জঙ্গি হামলা সেনার ট্রাকে, ইদ পালন করবে না কাশ্মীরের গ্রাম]
উল্লেখ্য, শুক্রবারই রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ছিল ডিএ আন্দোলনকারীদের। কিন্তু তাতেও রফাসূত্র মেলেনি। সরকারের তরফে মুখ্যসচিব সাফ জানিয়ে দেন, সরকারের কোষাগারে আপাতত টান রয়েছে। যখন সংস্থান হবে, তখন আন্দোলনকারীদের দাবিমতো ডিএ দেওয়া সম্ভব হবে। তার আগে নয়। সরকার এই অবস্থানে অনড়, আবার সুপ্রিম কোর্টেও মিলছে না সুরাহা।