সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় হারে ডিএ’র (DA) দাবিতে দীর্ঘদিন ধরে সরব পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে তাঁদের প্রতিবাদ। এবার খেলার মাঠেও নিজেদের দাবি তুলে ধরলেন সরকারি কর্মীরা। সোমবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে ডিএ’র দাবিতে প্ল্যাকার্ড দেখান আন্দোলনকারীরা।
সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই পোস্টার হাতে নিয়ে আন্দোলনকারীরা ইডেনে ঢোকেন। ম্যাচ চলাকালীন ক্রিকেটের ব্যানার, কেকেআরের (Kolkata Knight Riders) বেগুনি পতাকার পাশাপাশি ডিএ সংক্রান্ত পোস্টারও দেখা গেল। আন্দোলনকারীরা অনেকেই কেকেআরের জার্সি পরেই এসেছিলেন খেলা দেখতে। সেই মঞ্চেই নিজেদের প্রতিবাদ তুলে ধরলেন তাঁরা।
[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা কংগ্রেসের, রাজস্থানের পুরনিগমে গেরুয়া ঝড়]
প্রতিবাদ জানানোর পাশাপাশি অবশ্য প্রিয় কেকেআরের হয়েও গলা ফাটিয়েছেন আন্দোলনকারীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ বলে গিয়ে ম্যাচ জেতে কেকেআর। সেই লড়াই অনুপ্রেরণা যোগাবে ডিএ আন্দোলনকেও, এমনটাই মত আন্দোলনকারীদের একাংশের। প্রশ্ন উঠছে, শীর্ষ আদালতে বিচারাধীন বিষয়ের পোস্টার হাতে নিয়ে মাঠে ঢোকার অনুমতি পেলেন কোথা থেকে? তবে আন্দোলনকারীদের মতে, এই ঘটনায় কোনও অন্যায় নেই। খেলার মাঠে ন্যায্য দাবি তুলে ধরেছেন তাঁরা।
প্রসঙ্গত, গত শনিবারই ডিএ’র দাবিতে ধরনার ১০০ দিন পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে দুপুর ১টায় শুরু হয় মহামিছিল। শঙ্খধ্বনি দিয়ে হাজরা থেকে শুরু হয় মহামিছিল। পা মেলান সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। যে রাস্তা দিয়ে মিছিল যাবে তার ঠিক পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তাই কোনও অশান্তি যাতে না হয় সে কারণে রাস্তায় অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।