সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাবর ইন্ডিয়ার (Dabur India) তিন বিদেশি সহযোগী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হল আমেরিকা ও কানাডায়। অভিযোগ, ওই সংস্থাগুলির তৈরি চুলের প্রসাধনী ব্যবহার করলে গর্ভাশয়ের ক্যানসার (Cancer), জরায়ুর ক্যানসার ও অন্যান্য অসুখ হয়। সব মিলিয়ে ৫ হাজার ৪০০টি মামলা রুজু হয়েছে সংস্থাগুলির বিরুদ্ধে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে, যে সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে অন্যতম নমস্তে ল্যাবরেটরিজ, ডার্মোভিভা স্কিন এসেন্সিয়াল ও ডাবর ইন্টারন্যাশনাল। সমস্ত মামলা একসঙ্গে ইলিনয়ের এক আদালতের অধীনে নিয়ে আসা হয়েছে।
[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাই, কিন্ত…’, ভোটের মুখে বিস্ফোরণ অশোক গেহলটের]
এর ধাক্কায় রাতারাতি পড়ল সংস্থার শেয়ার। বৃহস্পতিবার সকালে ২.৫ শতাংশ কমে যায় শেয়ারের দর। পরে বেলার দিকে তা সামান্য বেড়ে ১.৭ শতাংশ হয়। সব মিলিয়ে এই বছরের নিরিখে তা দাঁড়ায় ৬.৫ শতাংশে। যদিও ডাবর ইন্ডিয়ার তরফে মামলাগুলি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই সঙ্গে তাদের অভিযোগ, অসম্পূর্ণ পরীক্ষা ও অপ্রমাণিত তথ্যের উপর দাঁড়িয়ে এই মামলা করা হয়েছে। তবে এই বিষয়ে অতিরিক্ত কোনও তথ্য এখনও পর্যন্ত দেয়নি সংস্থা।
[আরও পড়ুন: দিল্লির সাংবাদিক খুনের কিনারা করল ট্যাটু, চুরি যাওয়া ওয়্যারলেস সেট]