shono
Advertisement

Breaking News

মোটা টাকা বেতনে DVC-তে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য?

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 06:38 PM Oct 09, 2023Updated: 06:38 PM Oct 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। এক্সিকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। মোট শূন্যপদ ৯১টি। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/সিভিল/কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন (সি অ্যান্ড আই)/ ইনফর্মেশন টেকনোলজি (আইটি) এবং মাইনিং বিভাগে ইঞ্জিনিয়ার পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই শূন্যপদে চাকরিপ্রাপকরা ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
www.dvc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
আবেদনকারীকে ৩০০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের দিনক্ষণ:
আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটি তথ্যের খোঁজে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে ভুলবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement