অভ্রবরণ চট্টোপাধ্যায়: সঙ্গীর সঙ্গে বসে আড্ডা দিতে দিতে চা কিংবা কফিতে চুমুক দিতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কলেজ স্ট্রিটের আদলে এবার দার্জিলিংয়ে হবে কফি হাউস। শিল্পপতি সত্যম রায়চৌধুরীর সঙ্গে বুধবার এ বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরে ওই কফি হাউসের নামকরণও করেন তিনি।
বুধবার চায়ের কাপ হাতে সবার সঙ্গে কথাবার্তা বলছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় শিল্পপতি সত্যম রায়চৌধুরীর সঙ্গে কফি হাউস নিয়ে কথা বলেন মমতা। সূত্রের খবর, দার্জিলিংয়ের রাজভবনের আশেপাশেই হতে পারে ওই কফি হাউস (Coffee House)। মুখ্যমন্ত্রী সেই কফি হাউসের নাম দেন ‘ক্যাফে হাউস’। দার্জিলিংয়ের পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের। কফি হাউস তৈরি হলে পর্যটকদের দার্জিলিংয়ের প্রতি আকর্ষণ আরও বাড়বে বলেই আশা।
[আরও পড়ুন: মূল্যবৃদ্ধির ক্ষতে প্রলেপ! সরকারি কর্মচারীদের DA বাড়াল কেন্দ্র]
বুধবার সকালে মহাকাল মন্দিরে যান মুখ্যমন্ত্রী। আরতি করেন তিনি। জনসংযোগও সারেন। পথচলতিদের সঙ্গে কথা বলেন। একটি শিশুকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। এর আগে সোমবার সকালেও ৩ ঘণ্টায় ১৫ কিলোমিটার রাস্তা হাঁটেন তিনি। পথচলতিদের সঙ্গে কথাবার্তা বলেন। মাসতিনেকের শিশুকে কোলে নেন। আদরও করেন তাঁকে। দুধের শিশুটির মায়ের হাতে তুলে দেন উপহার।
এছাড়াও রাস্তায় দেখা হওয়া অন্যান্য শিশুদের হাতে চকোলেট দেন মুখ্যমন্ত্রী। বয়সের ভারে প্রায় ন্যুব্জ এক বৃদ্ধার সঙ্গেও আলাপচারিতা সারেন তিনি।
বগটুই কাণ্ডে জেপি নাড্ডার (JP Nadda) কাছে জমা দেওয়া বিজেপির রিপোর্ট নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বগটুইয়ের তদন্তে সিবিআইকে (CBI) সহযোগিতা করছে রাজ্য সরকার। বিজেপি নিজস্ব রিপোর্ট দিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই রিপোর্ট প্রতিহিংসামূলক। বিজেপির আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমি ওদের রিপোর্ট দেখেছি। ওরা কোনও তদন্ত ছাড়াই কীভাবে জেলা তৃণমূল সভাপতির নাম বলল? কী করে জানছে কে ঘটনায় জড়িত? আসলে বিজেপি (BJP) চায় ওকে গ্রেপ্তার করা হোক।”