নিরুফা খাতুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে থমকে গিয়েছে সার্বিয়ান বাঘের (Serbian Tiger) দার্জিলিং যাত্রার ভবিষ্যৎ। যুদ্ধ থামলে দার্জিলিংয়ে আসতে পারে মাউন্টেন সিংহও। সেক্ষেত্রে এই প্রথম মাউন্টেন সিংহ আসবে রাজ্যে।
বাংলার রয়্যাল বেঙ্গলের থেকেও সার্বিয়ান বাঘ দ্বিগুণ বড় এবং শক্তিশালী। দার্জিলিং চিড়িয়াখানায় আবাসিক সংখ্যা কম নয়। রয়্যাল বেঙ্গলও সেখানে রয়েছে। তবে সবথেকে বেশি দর্শক টানে স্নো লেপার্ড রেড পান্ডারা। দার্জিলিংয়ে দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এবছর দেশের মধ্যে সেরা চিড়িয়াখানার তকমা পেয়েছে দার্জিলিং। পর্যটক টানতে দার্জিলিংয়ে বিদেশ থেকে বেশ কয়েকটি নতুন সদস্য নিয়ে আসার পরিকল্পনা করেছিল রাজ্য জু অথরিটি। এই তালিকায় রয়েছে মাউন্টেন সিংহ, সার্বিয়ান বাঘ। তবে এদের মধ্যে প্রথম সারিতে ছিল সার্বিয়ান বাঘ।
[আরও পড়ুন: সাফল্যের নাম ‘পিয়াসা’, NET’এ ৯৯.৩১% নম্বর পেয়ে তাক লাগালেন বিশেষভাবে সক্ষম ছাত্রী!]
তুষার দেশের বাঘ নিয়ে এসে এই শীতের মরশুমে দার্জিলিংয়ের দর্শকদের চমক দিতে চেয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেইমতো দুই দেশের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় আপাতত স্থগিত এই পরিকল্পনা। দার্জিলিং চিড়িয়াখানায় আগে একটি সার্বিয়ান বাঘ ছিল। প্রায় দশ বছর আগে বাঘটি মারা গিয়েছে। রাজ্য জু অথরিটি সূত্রের খবর, দার্জিলিংয়ের জন্য নতুন করে সার্বিয়ান বাঘ নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। সেইমতো প্রস্তুতি শুরু করা হচ্ছিল। প্রাথমিক আলোচনাও শুরু হয়। কিন্তু হঠাৎ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ লেগে যায়। থমকে যায় প্রস্তুতি। এখন যুদ্ধ শেষ হবার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
সার্বিয়ান বাঘ এক সময় থাকলেও মাউন্টেন সিংহ কখনও ছিল না। আফ্রিকার সিংহের মতো এদের কেশর নেই। আকারেও বেশ বড়। ইউরোপীয় দেশ থেকে তাদের নিয়ে আসার কথা। যুদ্ধ চলায় মাউন্টেন সিংহেরও দার্জিলিং যাত্রার বিষয়টিও আপাতত ঠান্ডা ঘরে রয়েছে।