সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? সরকারি চাকরিই কি আপনার প্রথম পছন্দ? উত্তর হ্যাঁ হলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ, কৃষক বন্ধু প্রকল্পে কর্মী নিয়োগ করবে নদিয়া কৃষিদপ্তর। ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
[আরও পড়ুন: স্নাতক হলে মিলতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, কীভাবে জানেন?]
আগ্রহী প্রার্থীর যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারেন।
২. কম্পিউটারে এম এস অফিসে জ্ঞান থাকলে আবেদন করতে পারা যাবে।
৩. ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করার ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
[আরও পড়ুন: মাস্টার্স ডিগ্রি থাকলেই মিলতে পারে অধ্যাপনার সুযোগ, আবেদন করতে ভুলবেন না]
লিখিত কিংবা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল দশটা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। প্রার্থীদের কৃষ্ণনগরের পান্থ তীর্থের কাছে নদিয়া জেলা কৃষি দপ্তরে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। নির্বাচিত হয়েছেন কি না ওইদিনই হয়তো জানতে পারবেন। আপাতত ২৮ ফেব্রুয়ারি, ২০২০ সাল পর্যন্ত চুক্তিভিত্তিতে এই কর্মীকে নিয়োগ করা হবে।
[আরও পড়ুন: অঙ্গনওয়াড়িতে চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি]
বেতন:
নির্বাচিত প্রার্থী প্রতি মাসে মাত্র ১৩ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
The post আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে কৃষি দপ্তরে চাকরির সুযোগ appeared first on Sangbad Pratidin.