shono
Advertisement

ফের ধামাকা, আগামী ১২ থেকে ১৮ মাস ফ্রি পরিষেবা দেবে Jio

দীর্ঘ মেয়াদি লাভের কথা ভেবেই এই সিদ্ধান্ত৷ The post ফের ধামাকা, আগামী ১২ থেকে ১৮ মাস ফ্রি পরিষেবা দেবে Jio appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Apr 26, 2017Updated: 02:55 PM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের জন্য একের পর এক ধামাকা দিয়ে চলেছে রিলায়েন্স জিও৷ ডেটা পরিষেবার ক্ষেত্রে চমকের কোনও খামতি রাখছে না সংস্থা৷ স্বভাবতই চাপে পড়ে যাচ্ছে ভোডাফোন, এয়ারটেলের মতো বাকি টেলিকম পরিষেবা সংস্থাগুলি৷ এবার ফের তাদের ধাক্কা দিল জিও৷ শোনা যাচ্ছে, গ্রাহকরা যে ফ্রি পরিষেবা পাচ্ছেন, তা এখনই শেষ হচ্ছে না৷ আগামী ১২ থেকে ১৮ মাস মিলবে ফ্রি পরিষেবা৷

Advertisement

[সাবধান! প্যাকেট লস্যিতে কমছে স্মৃতি, বাড়ছে হৃদরোগ]

জিওর প্রিপেড গ্রাহকদের জন্য ১৯ থেকে ৯,৯৯৯ পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে৷ পোস্ট পেডের ক্ষেত্রে গ্রাহকরা ৩০৯, ৫০৯ এবং ৯৯৯ টাকার অপশন পান৷ গত বছর ৫ সেপ্টেম্বর ফ্রি ৪জি ডেটা পরিষেবা চালু করেছিল এই সংস্থা৷ মাত্র ৮৩ দিনের মধ্যে ৫ কোটি মানুষ জিও ব্যবহার করতে শুরু করেন৷ ১৭০ দিনে যার সংখ্যা দাঁড়ায় ১০ কোটি৷ অর্থাৎ প্রতিদিন গড়ে ৬ লক্ষ মানুষ জিও পরিষেবা গ্রহণ করেছেন৷ কোম্পানির তরফে জানানো হয়েছে, ডেটা ব্যবহারের ক্ষেত্রে বাকি পর নেটওয়ার্ককে পিছনে ফেলে দিয়েছে তারা৷ নিজেদের দিকে আরও বেশি সংখ্যক গ্রাহক টানতে আগামী কয়েক মাসে এক লক্ষ মোবাইল সাইট যোগ করার পরিকল্পনাও রয়েছে৷ সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের ফ্রি পরিষেবা দিতে গিয়ে ২২ কোটিরও বেশি টাকা ক্ষতি হয়েছে তাদের৷ কিন্তু তা সত্ত্বেও ফ্রি পরিষেবা বন্ধ করা হচ্ছে না৷ দীর্ঘ মেয়াদি লাভের কথা ভেবেই এই সিদ্ধান্ত৷

[নামমাত্র খরচে ২৭০ জিবি ৩জি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা]

একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওয়্যারলেস গ্রাহকের সংখ্যা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে পরিণত করতেই আগামী এক থেকে দেড় বছর নানা আকর্ষণীয় প্ল্যান ও অফার দেবে সংস্থা৷ প্রাইম মেম্বার এবং নন-প্রাইম মেম্বারদের জন্য থাকবে আলাদা আলাদা অফার৷ অর্থাৎ জুলাইয়ের পরও যে গ্রাহকরা ফ্রি পরিষেবা পেতে পারেন, তারই ইঙ্গিত মিলল৷

The post ফের ধামাকা, আগামী ১২ থেকে ১৮ মাস ফ্রি পরিষেবা দেবে Jio appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement