shono
Advertisement

বাজেয়াপ্ত হয়েছে সম্পত্তি, এবার পাক শেয়ার বাজারে টাকা খাটাচ্ছে দাউদ

কালো টাকা সাদা করতে এবার পাক শেয়ার বাজারকে কাজে লাগাচ্ছে ডি-কোম্পানি৷ The post বাজেয়াপ্ত হয়েছে সম্পত্তি, এবার পাক শেয়ার বাজারে টাকা খাটাচ্ছে দাউদ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 PM Jul 28, 2019Updated: 08:46 PM Jul 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে৷ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রসংঘে সরব হয়েছে ভারত৷ কিন্তু এরপরেও দমতে নারাজ দাউদ ইব্রাহিম৷ সূত্রের খবর, এখন নাকি পাকিস্তানের শেয়ার বাজারে টাকা খাটাতে শুরু করেছে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই ডন। মাদক পাচার, অস্ত্র পাচার ও জাল নোট কারবারের মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা ঢুকছে ডি-কোম্পানির ভাণ্ডারে, সেই অর্থ নাকি এখন পাকিস্তানের স্টক মার্কেটে বিনিয়োগ করছে দাউদ৷ এবং এভাবেই নাকি কালো টাকা সাদা করার ব্যবস্থা করেছে সে৷

Advertisement

[ আরও পড়ুন: বোমায় বিধ্বস্ত বাড়ি, টি-শার্ট খামচে ৭ মাসের বোনকে বাঁচানোর লড়াই খুদের ]

সম্প্রতি লন্ডনে গ্রেপ্তার হয়েছে দাউদ ঘনিষ্ঠ জাবির মোতি৷ পুলিশ হেফাজতে রয়েছে সে। সূত্রের খবর, তাঁকে জেরা করেই ডন সম্পর্কিত এই চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারীরা৷ তাঁরা জানতে পারেন, পাঁচটি সংস্থার মাধ্যমে প্রথমে করাচি স্টক এক্সচেঞ্জে টাকা খাটাত দাউদ ইব্রাহিম ও জাবির মোতি৷ এরপর করাচি স্টক এক্সচেঞ্জ পাকিস্তানের শেয়ার বাজারের সঙ্গে মিশে গেলে, সেখানেও টাকা খাটাতে শুরু করে ডি-কোম্পানি৷ এছাড়া হাবিব মেট্রোপলিটন ফিনান্সিয়াল সার্ভিসেসের মতো একাধিক সংস্থাতেও বিনিয়োগ করে এরা৷ যে ব্যাংকের সিনিয়র ম্যানেজার পদে কাজ করতেন দাউদের মেয়ে মেহেরিন ইব্রাহিমের শ্বশুর তথা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ৷ তিনিই নাকি ব্যাংকের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে দাউদের পরিচয় করিয়ে দেন৷ এবং তারপর থেকে এখানে টাকা খাটাতে শুরু করে ভারতে মোস্ট ওয়ান্টেড এই ক্রিমিনাল৷ ২০১৭-তে এই হাবিব ব্যাংকের বিরুদ্ধেই জঙ্গি মদতে অর্থ সাহায্য করার অভিযোগ এনেছিল মার্কিন তদন্তকারী সংস্থা।

[ আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় বন্যায় মৃত ৬০০, ঘরছাড়া আড়াই কোটি মানুষ ]

প্রসঙ্গত, মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার পর সম্প্রতি রাষ্ট্রসংঘে দাউদ ইস্যুতে সোচ্চার হয় ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, “আমাদের এলাকায় (ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ এশিয়ায়) সবচেয়ে বড় বিপদ হল পাকিস্তানের মদতপুষ্ট দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি। ডাউদের কোম্পানি, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ গোটা ভারতীয় উপমহাদেশে সন্ত্রাস ছড়াচ্ছে। মানুষ পাচার, মাদক পাচারের মাধ্যমে এরা বিপুল অর্থ সংগ্রহ করছে। একটা আন্ডারওয়ার্ল্ড অপরাধীদের সিন্ডিকেট থেকে সন্ত্রাসবাদীদের বিশাল নেটওয়ার্কে পরিণত হয়েছে ডি-কোম্পানি।’’ এখানেই শেষ নয়, দাউদ ইব্রাহিমকেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার দাবি করেন তিনি৷ অনুরোধ করেন রাষ্ট্রসংঘের ১২৬৭ নম্বর কমিটির সুপারিশ মেনে ডি-কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে। ভারতের দাবি যে খুব একটা ভুল নয়, তা আবারও প্রমাণ করল দাউদের বিনিয়োগ সংক্রান্ত এই নয়া তথ্য৷

The post বাজেয়াপ্ত হয়েছে সম্পত্তি, এবার পাক শেয়ার বাজারে টাকা খাটাচ্ছে দাউদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement