দেবব্রত মণ্ডল, বারুইপুর: তিনদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। ঘটনাস্থল ভাঙড়ের (Bhangar) কাশীপুর। শুক্রবার সকালে এলাকার পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করেছে। খুন নাকি বৃদ্ধার মৃত্যুর নেপথ্যে অন্য রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম জেসমিন বিবি। বয়স ৭২ বছর। ভাঙড়ের কাশীপুর থানার চণ্ডীহাট এলাকার বাসিন্দা তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিন তিনেক আগে বৃদ্ধা বেপাত্তা হয়ে যান। এর পর পরিবারের তরফে এলাকায় ও আত্মীয়-স্বজনদের কাছে তাঁর খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও হদিশ মেলেনি তাঁর। তবে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এলাকারই এক পুকুর থেকে দুর্গন্ধ টের পান স্থানীয়রা। জলে কিছু একটা ভাসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। এর পরই পুলিশ যায় ঘটনাস্থলে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
[আরও পড়ুন: পাকিস্তানের রোষানলে বলিউডের ‘খান সাম্রাজ্য’! শাহরুখ-সলমনদের হয়ে ‘ধুয়ে দিলেন’ ভারতীয়রা]
কিন্তু কীভাবে মৃত্যু হল বৃদ্ধার? কোনওভাবে জলে পড়ে গিয়ে মৃত্যু? নাকি পরিকল্পনামাফিক খুনের পর দেহ ফেলে দেওয়া হয়েছিল পুকুরে। তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট মিললেই স্পষ্ট হবে বৃদ্ধার মৃত্যুর কারণ।