রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিন পাঁচেক আগে প্রেমিকাকে নিয়ে দিঘায় (Digha) ঘুরতে আসেন অরবিন্দ কোনাই নামের এক যুবক। দুজনে ওঠেন ওল্ড দিঘার একটি হোটেলে। শনিবার সেই হোটেলের ঘর থেকেই ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অরবিন্দের বাড়ি বীরভূমের (Birbhum) মণ্ডলপুর এলাকায়। দীর্ঘ দিন ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। জানা গিয়েছে, দিঘায় ঘুরতে আসার পর বিয়ে নিয়ে ঝামেলা হয় মৃত যুবক ও তাঁর প্রেমিকার। শনিবার চরমে ওঠে তাঁদের বাকবিতণ্ডা। ঝামেলার পর রাগে ঘর থেকে বেরিয়ে যান প্রেমিকা। অনুমান, সেই সময় অরবিন্দ দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন।
[আরও পড়ুন: বাগনানে লরি পিষে দিল সাইকেল আরোহী যুবককে, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের]
পরে যুবতী ঘরে ঢুকতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। হোটেল কর্মীরা দরজা খুলে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন অরবিন্দ। খবর দেওয়া হয় দিঘা মোহনা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রেমিকাকে আটক করেছে পুলিশ।