সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমার অপরাধ আমি বধির। তাই পাঁচটি অলিম্পিক পদক জেতার পরেও খেলরত্ন পুরস্কারের জন্য আমার কথা ভাবা হয়নি। হরিয়ানা সরকারও প্রতিশ্রুতি রক্ষা করেনি। ৮ কোটি টাকাও পাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে সোশাল মিডিয়ায় ট্যাগ করে এমন কথাই লিখেছেন বীরেন্দর সিং। যাঁকে গোটা দেশ গুঙ্গা পালোয়ান হিসেবেই চেনে।
মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের কৃতি খেলোয়াড়দের হাতে অর্জুন পুরস্কার, খেলরত্ন তুলে দেন। কিন্তু গুঙ্গা পালোয়ানকে এই সম্মানের জন্য ভাবাও হয়নি। সেই অভিমানে, হতাশায় বীরেন্দর সিং প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে হতাশা প্রকাশ করেছেন।
[আরও পড়ুন: এশিয়ান কাপের পরেই কি অবসর? মুখ খুললেন সুনীল ছেত্রী]
বধিরদের অলিম্পিক্স ইভেন্ট থেকে বীরেন্দর সিং তিনটি সোনা জিতেছেন। ২০২১ সালে পদ্মশ্রীও পেয়েছেন। পেয়েছেন অর্জুন পুরস্কারও। কিন্তু ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান খেলরত্নের জন্য মনোনীত হননি তিনি। সেই অভিমানে, হতাশায় গুঙ্গা পালোয়ান সোশাল মিডিয়ায় পোস্ট করলেন। বাঙ্ময় হয়ে উঠল তাঁর পোস্ট।