shono
Advertisement

Breaking News

Khel Ratna Award

মনুর পর হরবিন্দর, খেলরত্ন পুরস্কারে 'বৈষম্যে'র অভিযোগ প্যারালিম্পিকে সোনাজয়ী তিরন্দাজের

প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক জিতেছিলেন হরবিন্দর।
Published By: Arpan DasPosted: 11:23 AM Dec 25, 2024Updated: 11:23 AM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনু ভাকেরের পর এবার হরবিন্দর সিং। প্যারিস প্যারালিম্পিকে সোনাজয়ী তিরন্দাজের নাম খেলরত্ন পুরস্কারের মনোনয়নে নেই। এবার 'বৈষম্য'-এর অভিযোগ তুলে সরব হলেন হরবিন্দর। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

Advertisement

সেখানে তিনি লিখেছেন, 'খেলাধুলোর জগতে বৈষম্য। ২০২০-র প্যারালিম্পিকে সোনাজয়ীরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিন্তু ২০২৪-র প্যারালিম্পিকে সোনাজয়ীরা কেন পাবেন না? একই প্রতিযোগিতা, একই সোনা, একই গৌরব। কিন্তু পুরস্কারের ক্ষেত্রে বৈষম্য কেন?' সেখানে হরবিন্দর ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জাতীয় তিরন্দাজি কোচ ও দ্রোণাচার্য্য সম্মানে ভূষিত জীবনজ্যোত সিং তেজাও হরবিন্দরকে খেলরত্ন দেওয়ার অনুরোধ করেছেন।

পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছিলেন ভারতের হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরেছেন হরবিন্দর। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। পরপর দুই প্যারালিম্পিকে পদক জেতার নজিরও গড়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রীতি পালের সঙ্গে তেরঙ্গা পতাকা বহনের দায়িত্বেও ছিলেন হরবিন্দর সিং।

উল্লেখ্য, অলিম্পিকে জোড়া পদক পেয়েও মনু ভাকের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন পাননি। ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারালিম্পিকের সোনাজয়ী প্রবীণ কুমাররা মনোনয়ন পেয়েছেন। ক্রীড়ামন্ত্রকের সূত্র বলছে, মনু নাকি আবেদনই করেননি। আবার মনুর বাবা বলছেন, তাঁরা আবেদন করেছেন। কিন্তু ক্রীড়া মন্ত্রকের তরফে কোনও জবাবই মেলেনি। এ নিয়ে ভারতীয় ক্রীড়ামহলে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। সেখানে 'বঞ্চনা'র অভিযোগ তুলে সরব হরবিন্দরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মনু ভাকেরের পর এবার হরবিন্দর সিং। প্যারালিম্পিকে সোনাজয়ী তিরন্দাজের নাম খেলরত্ন পুরস্কারের মনোনয়নে নেই।
  • এবার 'বৈষম্য'-এর অভিযোগ তুলে সরব হলেন হরবিন্দর। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
  • পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছিলেন ভারতের হরবিন্দর সিং।
Advertisement