shono
Advertisement
Magnus Carlsen

দাবা চ্যাম্পিয়নশিপ থেকে 'বিতাড়িত' কার্লসেন! 'কিচ্ছু যায় আসে না', দাবি বিরক্ত তারকার

কেন ডিসকোয়ালিফাই করা হল কার্লসেনকে?
Published By: Sulaya SinghaPosted: 02:19 PM Dec 28, 2024Updated: 02:19 PM Dec 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিনস্ পরে বসেছিলেন দাবা প্রতিযোগিতায়। আর তার জেরেই 'শাস্তি'। ওয়ার্ল্ড ব়্যাপিড ও ব্লিদজ্ চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাই করা হল ম্যাগনাস কার্লসেনকে। তবে গতবারের চ্যাম্পিয়ন ছিটকে যাওয়ায় সুবিধা পেলেন ভারতীয় দাবাড়ু।

Advertisement

দাবার এই টুর্নামেন্টে জিনস্ পরার অনুমতি নেই প্রতিযোগীদের। কিন্তু নিয়ম জানা সত্ত্বেও কেন এমনটা করলেন বিশ্বের এক নম্বর কার্লসেন? নিজেই দিলেন উত্তর। নরওয়ের তারকা বলেন, "FIDE-এর নিয়মে আমি ক্লান্ত। তাই তা মানতে চাইনি। এর জন্য আমার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার মনে হয় না এসব নিয়মের কোনও মানে আছে।"

এরপরই যোগ করেন, "আমি ওদের (টুর্নামেন্ট কর্তৃপক্ষ) বলেছিলাম আগামিকাল পোশাক বদলে নেব। কিন্তু ওরা বলল এখনই বদলাতে হবে। সেটা আমার আদর্শের পরিপন্থী। সত্যি কথা বলতে কী, এসবে আমার আর কিছু যায় আসে না। ওরা যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে আমারও এখানে খেলার ইচ্ছে নেই। যেখানকার আবহাওয়া ভালো, সেখানে খেলব।"

এদিকে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, FIDE-এর নিয়মে জিনস্ পরার অনুমতি নেই। তাই কার্লসেনকে ২০০ ডলার জরিমানা করা হয়। তবে তিনি যাতে খেলতে পারেন, তার জন্য পোশাক বদলাতেও বলা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি তারকা। সেই কারণেই তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। এখানে নিয়ম সকলের জন্য সমান। তবে বিশ্বের সেরা দাবাড়ুর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।

তবে কার্লসেন ছিটকে যাওয়ায় অ্যাডভান্টেজ পেলেন ভারতীয় দাবাড়ু অর্জুন ইরিগেসি। দুই রাশিয়ান ও পোল্যান্ডের তারকার সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় দিনে সাত পয়েন্ট তুলে নিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জিনস্ পরে বসেছিলেন দাবা প্রতিযোগিতায়। আর তার জেরেই 'শাস্তি'।
  • ওয়ার্ল্ড ব়্যাপিড ও ব্লিদজ্ চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাই করা হল ম্যাগনাস কার্লসেনকে।
  • তবে গতবারের চ্যাম্পিয়ন ছিটকে যাওয়ায় সুবিধা পেলেন ভারতীয় দাবাড়ু।
Advertisement