shono
Advertisement

জাহির খানের মগজাস্ত্র সামলানোই আজ নাইটদের বড় চ্যালেঞ্জ

আশা করি, দিল্লিতেও ম্যাচের পরে আরেকবার স্বাভাবিকের চেয়ে অন্যরকম উৎসব করব৷ The post জাহির খানের মগজাস্ত্র সামলানোই আজ নাইটদের বড় চ্যালেঞ্জ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 AM Apr 17, 2017Updated: 10:59 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলম লিখছেন কেকেআর অধিনায়ক৷ গৌতম গম্ভীর মেনে নিচ্ছেন দশ বছরে এই টুর্নামেন্ট তাঁকে অনেকবার দার্শনিক করেছে, অনেকবার বোকা!

Advertisement

অসাধ্যসাধন করতে সবচেয়ে বেশি সাহায্য করে কে? মানুষের শরীর, না কি মন? গত ন’বছরে আইপিএল-এ এমন সব কাণ্ড দেখেছি যা আমাকে দার্শনিকের মগজ ধার করতে বাধ্য করেছে৷ কখনও দেখেছি, বাউন্ডারিতে দাঁড়িয়ে একজন ফিল্ডার সাধ্যের বাইরের ক্যাচ নিয়েছে৷ মনে মনে ভেবেছি, মানব শরীরের পক্ষে এর থেকে বেশি কিছু করে দেখানো সম্ভব নয়৷ ভুল প্রমাণিত হয়েছি৷ দশ বছরে কতবার এমনভাবে বোকা হয়েছি বলতে বসলে গুলিয়ে যাবে৷

শনিবার রাতে ফের বোকা হলাম একইভাবে৷ আমরা তখন ৯৯/২৷ ১৩ নম্বর ওভারে বল করতে এল নেহরা৷ আমার ও উথাপ্পা, দু’জনের মাথাতেই তখন রান রেট বাড়িয়ে নেওয়ার অঙ্ক চলছে৷ ঠিক তখনই যেন ম্যাজিক দেখলাম৷ নেহরার একটা হাফভলি রবিন অদ্ভুতভাবে মিড-অফের উপর দিয়ে উড়িয়ে দিল৷ মনে মনে বললাম, এ তো ‘রবিন-গুড’ শট, আর কেউ পারে না৷ কিন্তু আবার বোকা হলাম৷

সন্ধ্যার দিকে তখন হায়দরাবাদ ব্যাট করছে৷ মজার ব্যাপার, তখন ওদের রানও ৯৯৷ রবিন-শো’কে আয়নায় হুবহু দেখলাম৷ কেবল বাঁ-হাতি নেহরার জায়গায় বোলার ডান হাতি ক্রিস ওকস ও ডান হাতি রবিনের বদলে ব্যাটসম্যান বাঁ হাতি যুবরাজ৷ ওকসের ফুল লেংথ বল যুবরাজ সোজা ব্যাটে খেলে দিল মিড-অফের উপর দিয়ে৷ শটটা ও ব্যাকফুটেখেলেছিল৷ আমি আবার ভাবতে বাধ্য হলাম, এমন শট যুবরাজ ছাড়া আর কেউ মারতে পারবে না৷ এটা অতিপ্রাকৃত ক্যাটেগরির শট৷ আমি এমনিতে ভয়ংকর প্রতিপক্ষ৷ কিন্তু ওই শট দেখে আমারও হাততালি দিতে মন ছটফট করছিল৷

একজন দাবাপাগল লোকও বলবে, যুবরাজের আউটটাই রবিবারের ইডেনে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল৷ ওই সময় ওকসের মাথা ঠান্ডা রাখতে পারার জন্য ওকে কৃতিত্ব দিতে হবে৷ আমাদের ফাস্ট বোলাররা ইয়র্কারের সন্ধানে রয়েছে৷ কিন্তু খুব সামান্যর জন্য টার্গেট মিস হচ্ছে৷ তবে আমি নিশ্চিত ওরা খুব শিগগির লক্ষ্যে পৌঁছে যাবে৷ কেকেআরের দুই স্পিনার নারিন ও কুলদীপ নিজেদের কাজ খুব ভাল ভাবে করেছে৷ ওয়ার্নারের মতো ব্যাটসম্যানকে কুলদীপ একটা ফ্লাইটেড-ওয়াইড ডেলিভারিতে কীভাবে বোকা বানাল আপনারা নিশ্চয়ই দেখেছেন৷ অনেক দিক দিয়ে ওটা ম্যাচের দ্বিতীয় টার্নিং পয়েন্ট৷

সোমবারের ম্যাচ খেলতে এখন দিল্লিতে৷ এবারের আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের বোলিং লাইন আপ সবচেয়ে প্রতিভাবান৷ তার উপর কোচ রাহুল দ্রাবিড়৷ অধিনায়ক জাহির খান৷ যার অর্থ, ৮০০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা রয়েছে ওদের ডাগ-আউটে৷ ফিল্ডিং একটা জায়গা, যেখানে আমরা খুব একটা ভাল করছি না৷ তবে আশা করি, সেটা এখন অতীত৷ আমাদের দলটা নিয়ে আমি গর্বিত৷ আশা করি, দিল্লিতেও ম্যাচের পরে আরেকবার স্বাভাবিকের চেয়ে অন্যরকম উৎসব করব৷ আশাবাদী হওয়া সবসময় ভাল৷ তবে দিল্লি ডেয়ারডেভিলস যেরকম খেলছে তাতে এখনই ভাল্লা-চাট অর্ডার দিয়ে রাখাটা বোকামি হতে পারে৷ যদিও সেটা জাস্ট এখনও পর্যন্ত ভাবছি!

The post জাহির খানের মগজাস্ত্র সামলানোই আজ নাইটদের বড় চ্যালেঞ্জ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement