shono
Advertisement

সিরিয়ায় রাসায়নিক হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা

এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব৷ The post সিরিয়ায় রাসায়নিক হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 AM Apr 05, 2017Updated: 03:49 PM Dec 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় মঙ্গলবারে হওয়া ভয়ানক রাসায়নিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জন৷ মৃতদের মধ্যে রয়েছে ১১ জন শিশু৷ আহত হয়েছে প্রায় ৫০০৷ এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব৷ বয়ে গিয়েছে নিন্দার ঝড়৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রে খবর, বিদ্রোহীদের দখলে থাকা ইদলিবের ঘণ জনবসতিপূর্ণ এলাকায় চারটি রাসায়নিক বোমা নিক্ষেপ করা হয়। মেডিক্যাল টিম জানিয়েছে, প্রত্যেকেরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই হামলার ফলে আজ, বুধবার এক জরুরি বৈঠকে বসেছে রাষ্ট্রসংঘ৷

Advertisement

[সম্প্রীতির নজির গড়ে মুসলিমদের টাঙ্গাই এ বঙ্গে হচ্ছে শ্রীরামের রথ]

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-সহ একাধিক রাষ্ট্রনেতা এই হামলার তীব্র নিন্দা করেছেন৷ ওই হামলার জন্য রাশিয়া ও আসাদ সরকারকে দায়ী করেছে বিদ্রোহীরা৷ তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে আসাদ বাহিনী৷ ইতিমধ্যে রাশিয়া জানিয়েছে, ওই এলাকায় তাদের কোনও জঙ্গিবিমান ছিল না৷ এবং কোনও ভাবেই এমন জঘন্য কাজ করবে না রুশ বাহিনী৷

[জঙ্গিদের ৯টি গুলি খেয়েও সুস্থ হয়ে উঠছেন এই CRPF জওয়ান]

সিরিয়ায় রাশিয়ার মদতপ্রাপ্ত আসাদ সরকার ও আমেরিকা সমর্থিত সরকারবিরোধী বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ দু’পক্ষই একে অপরের উপর রাসায়নিক হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে৷ তবে এবারের হামলার ভয়াবহতা অনেক বেশি৷

[জানেন, কীভাবে ১০০ জিবি ফ্রি ডেটা পাবেন জিও-তে?]

The post সিরিয়ায় রাসায়নিক হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement