সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সংবাদ প্রতিদিন’-এর খবরে সিলমোহর। লোকসভা নির্বাচনে তমলুক থেকে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শোনা যাচ্ছে, হাইভোল্টেজ ভোটে আদালত কক্ষ ছেড়ে সদ্য রাজনৈতিক ইনিংস শুরু করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বিপক্ষে ভোটযুদ্ধে লড়তে পারেন। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে ছাত্রযুবরা যে লড়াই করবেন তা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরই শুভেন্দু গড় হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে তৃণমূলের মুখ দেবাংশু ভট্টাচার্য।
তৃণমূলের রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আইটি ও সোশাল মিডিয়া সেলকে ঢেলে সাজিয়েছেন তিনি। বিজেপির আইটি সেল বরাবরই সক্রিয়। অমিত মালব্যকে সামনে রেখে বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে কখনও প্রচারক, কখনও বিরোধিতার সুর চড়ায় তার সঙ্গে পাল্লা দিতে সেভাবে কোনও রাজনৈতিক দলকেই দেখা যায় না। তবে দেবাংশুর নেতৃত্বাধীন তৃণমূলের আইটি সেল বুঝিয়ে দিয়েছে শুধু রাজনীতির ময়দানেই লড়াই নয়, বিরোধীদের সঙ্গে জোর টক্কর চলবে সোশাল মিডিয়াতেও। সেই দেবাংশুই এবার লোকসভার মতো হাইভোল্টেজ নির্বাচনে তৃণমূলের মুখ।
[আরও পড়ুন: রামনবমীর ছুটিতে প্রবল আপত্তি কবীর সুমনের, সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন শিল্পী?]
বলে রাখা ভালো, গত ৩ মার্চ, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোমা ফাটান। জানিয়ে দেন বিচারপতি পদ ইস্তফা নেওয়ার সিদ্ধান্তের কথা। সেই অনুযায়ী পরদিনই কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসাবে ছিল তাঁর শেষ কাজের দিন। ৫ মার্চ রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। শোনা যাচ্ছে, তমলুক থেকে ভোটযুদ্ধে লড়তে পারেন প্রাক্তন বিচারপতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তমলুকে বিজেপির সংগঠন বেশ ভালোই। সে কারণেই হয়তো তমলুক আসনটিতে তাই রাজনীতিতে সদ্য যোগ দেওয়া প্রাক্তন বিচারপতির উপর ভরসা রাখতে চলেছে বিজেপি। যদিও তমলুক থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন উড়িয়েছেন খোদ প্রাক্তন বিচারপতি।
তিনি বলেন, “আমি তমলুক থেকে দাঁড়াচ্ছি কিনা, আমার দল জানে। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আমি অন্য দল থেকে কে দাঁড়ালেন, কি দাঁড়ালেন না, এবিষয়ে কিছু বলব না। অন্য দলের কী সিদ্ধান্ত, তা নিয়ে আমার কী বলার থাকতে পারে।” তমলুক আসন থেকে দেবাংশুতেই ভরসা রাখল তৃণমূল। আগেই ‘জাস্টিস গাঙ্গুলি’কে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন তরুণ মুখই তাঁর বিরুদ্ধে লড়াই করবে। তাই রাজনীতিতে নব্য না হলেও, তুলনামূলক তরুণ মুখ দেবাংশুতেই আস্থা রাখল ঘাসফুল শিবির। কে জয়ের হাসি হাসেন, সেটাই এখন দেখার।