সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের জাতীয় স্তরে বড় দায়িত্ব পেলেন বাংলার কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সী (Deepa Dasmunsi)। হিমাচলপ্রদেশ ও ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সাফল্যের সঙ্গে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করার পর এবার ভোটমুখী তেলেঙ্গানাতেও বড় দায়িত্ব দেওয়া হল প্রিয়রঞ্জন দাশমুন্সীর স্ত্রী’কে।
আগামী বছরের লোকসভা (Lok Sabha Election 2024) ও চলতি বছরের শেষে অনুষ্ঠিত হতে চলা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে গতি বাড়াচ্ছে কংগ্রেস। মঙ্গলবার থেকে শুক্রবার কেরল, কর্ণাটক, হরিয়ানা ও তামিলনাড়ুর প্রদেশ নেতৃত্বকে ডেকে পাঠিয়েছে হাইকমান্ড। পাশাপাশি বিধানসভা নির্বাচন আসন্ন পাঁচ রাজ্যের জন্য সিনিয়র পর্যবেক্ষক ও পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]
তেলেঙ্গানায় সিনিয়র পর্যবেক্ষক করা হয়েছে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির (Priya Ranjan Dasmunsi) পত্নী দীপাকে। এর আগে হিমাচল এবং ত্রিপুরায় দলের তরফে পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন দীপা। ত্রিপুরায় ক্ষমতা দখল করতে না পারলেও হিমাচলে ক্ষমতা দখল করেছে কংগ্রেস (Congress)। সূত্রের দাবি, এই দুই রাজ্যে দীপার পারফরম্যান্সে সন্তুষ্ট হাইকম্যান্ড। এদিকে, কর্ণাটকে দুরন্ত পারফরম্যান্সের পর মধ্যপ্রদেশের সিনিয়র পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্থান থেকে রাজ্যসভা সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালাকে। মধূসুদন মিস্ত্রিকে দেওয়া হয়েছে রাজস্থানের দায়িত্ব।
[আরও পড়ুন: ‘ছেড়ে দিন, বাড়ি যাব’, সামান্য সুস্থ হতেই চিকিৎসকদের কাছে ‘আবদার’ বুদ্ধদেব ভট্টাচার্যর]
গত লোকসভা নির্বাচনের পর থেকেই ক্রমশ নিজেকে রাজ্য রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছিলেন প্রিয়রঞ্জন পত্নী। তবে বরাবরই তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এসেছে কেন্দ্রীয় নেতৃত্ব। হরিয়ানায় স্ক্রিনিং কমিটিতে ছিলেন, চলতি বছরের গোড়াতেই হিমাচলে জনসংযোগের দায়িত্ব দেওয়া হয়েছিল, ডাকা হয়েছিল মে মাসে উদয়পুরে কংগ্রেসের নব সংকল্প শিবিরেও। এবার নতুন দায়িত্ব।