সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে প্রায় ৩ সপ্তাহ হতে চলল হামাস-ইজরায়েল সংঘর্ষের। এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রসংঘে মুখ খুলল ভারত। জানিয়ে দিল, ওই অঞ্চলের পরিস্থিতি এবং ব্যাপক প্রাণহানির ঘটনায় নয়াদিল্লি অত্যন্ত উদ্বিগ্ন।
রাষ্ট্রসংঘে (UN) ভারতের স্থায়ী সহযোগী প্রতিনিধি আর রবীন্দ্র বুধবার জানিয়েছেন, ”হামাস-ইজরায়েল যুদ্ধে (Israel-Hamas war) বর্তমান পরিস্থিতিতে বিপন্ন নিরপত্তা পরিস্থিতি ও বিপুল পরিমাণে সাধারণ নাগরিকের মৃত্যুতে ভারত গভীর উদ্বিগ্ন।” এদিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, যার ভিতরে অন্তর্ভুক্ত প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্ন’ শীর্ষক খোলামেলা বিতর্কে অংশ নেওয়ার সময় রবীন্দ্রকে ওই কথা বলতে শোনা যায়।
[আরও পড়ুন: একাধিক মামলার শুনানির দিনেই দুর্নীতিকাণ্ডে সাজা স্থগিত নওয়াজ শরিফের]
এর পাশাপাশি তিনি বলেন, ”ইজরায়েলে (Israel) ৭ অক্টোবরের জঙ্গি হামলা ছিল মর্মান্তিক। আমরা দ্ব্যর্থহীনভাবে এর নিন্দা করি। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনেতাদের মধ্যে অন্যতম প্রথম যিনি প্রাণহানির জন্য সমবেদনা জানিয়েছিলেন। এবং নির্দোষ আক্রান্ত ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করেছিলেন।” রবীন্দ্র জানিয়ে দেন, বর্তমান সংঘর্ষের পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় অত্যন্ত উদ্বেগের সৃষ্টি করেছে। ভারত গাজা ভূখণ্ডের আক্রান্তদের পাশেও দাঁড়াতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। এযাবৎ ৩৮ টন খাদ্য ও জরুরি ওষুধপত্র পাঠানো হচ্ছে বলে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে।