shono
Advertisement

দেশের প্রথম দৃষ্টিহীন চিকিৎসক হয়ে নজির কৃতিকার

মহারাষ্ট্র স্টেট কাউন্সিল ফর অকুপেশনাল থেরাপির তরফে তাঁকে ডাক্তারি সার্টিফিকেট প্রদান করা হয়৷ The post দেশের প্রথম দৃষ্টিহীন চিকিৎসক হয়ে নজির কৃতিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:17 PM Jan 09, 2017Updated: 04:49 PM Jan 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাম ডা. কৃতিকা পুরোহিত৷ বয়স ২৪৷ তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই স্নায়ুজনিত সমস্যা থেকে দৃষ্টি হারিয়েছিলেন কৃতিকা৷ কিন্তু দৃষ্টি চলে গেলেও স্বপ্ন দেখা বন্ধ করেননি তিনি৷ আর সেই স্বপ্নের উপর ভর করেই পেরিয়েছিলেন বহু বাধা-বিপত্তি৷ সব সমস্যা অতিক্রম করে হয়ে উঠেছেন চিকিৎসক৷ আর তাঁর এই অধ্যবসায়ের জোরেই দেশ পেল তার প্রথম ‘দৃষ্টিহীন’ চিকিৎসককে৷

Advertisement

দৃষ্টিশক্তি হারানোর পর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নানা সময়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন নাল্লাসোপারার কৃতিকা৷ প্রথমে সায়েন্স নিয়ে লেখাপড়া করতে গিয়ে বাধা পেয়েছিলেন তিনি৷ এরপর মেডিক্যাল পড়ার সিদ্ধান্ত নিলে সরকারি মেডিক্যাল কলেজগুলি দৃষ্টিহীন ছাত্রীকে কলেজে অ্যাডমিশন দিতে অস্বীকার করে৷ দৃষ্টিহীন ছাত্রী কেমনভাবে প্র্যাকটিকাল পরীক্ষা-নিরীক্ষা করবেন তা নিয়ে প্রশ্ন করেছিল কলেজ কর্তৃপক্ষ৷ কিন্তু আবারও নিজের যোগ্যতা প্রমাণ করে দিলেন কৃতিকা৷ আদালতে অ্যানাটমি পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলেন তিনি৷ আদালতের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার পর ডাক্তারি পরীক্ষাতেও ভাল ফল করেছিলেন কৃতিকা৷

তাঁর এই অসামান্য ফলাফলের পরই মহারাষ্ট্র স্টেট কাউন্সিল ফর অকুপেশনাল থেরাপির তরফে তাঁকে ডাক্তারি সার্টিফিকেট প্রদান করা হয়৷ আর কৃতিকা পান দেশের প্রথম ‘দৃষ্টিহীন’ চিকিৎসকের পরিচয়৷

এবার পথ দুর্ঘটনায় আক্রান্তকে সাহায্য করলেই মিলবে ২০০০ টাকা

The post দেশের প্রথম দৃষ্টিহীন চিকিৎসক হয়ে নজির কৃতিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement