সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া সফরে গিয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শুক্রবার সন্ধ্যায় এই খবরই পাওয়া গেল আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে তাঁরা সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার মস্কোয় গিয়েছেন রাজনাথ সিং। শুক্রবার সেখানে শুরু হওয়া সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে অংশ নেন। এই বৈঠকে উপস্থিত রয়েছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফ্যাং-ও। এর মাঝেই খবর পাওয়া গেল ভারতের সঙ্গে তৈরি হওয়া ক্ষতে মলম লাগাতে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে চান ফ্যাং। যদিও সরকারি ভাবে বিষয়টি এখনও জানানো হয়নি৷
[আরও পড়ুন: বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন পৌঁছতে কত সময় লাগবে? আশঙ্কার কথা শোনাল WHO]
বৃহস্পতিবার রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন। এরপরই চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফ্যাং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: ‘চিনের হাতেই রয়েছে পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ’, বলছেন অসহায় ইমরান]
The post নয়াদিল্লির চাপে নতি স্বীকার! রাজনাথ সিংহের সঙ্গে দেখা করছেন চিনের বিদেশমন্ত্রী appeared first on Sangbad Pratidin.