shono
Advertisement

রাজ্যপালের প্রস্তাবে সাড়া দিয়ে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে ISRO’র প্রতিনিধিরা, ঘুরে দেখলেন ক্যাম্পাস

এদিকে লালবাজারে যাদবপুরে মৃত ছাত্রের বাবা-মা।
Posted: 06:32 PM Sep 05, 2023Updated: 06:32 PM Sep 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের আহ্বানে সাড়া। মঙ্গলবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এল ইসরোর প্রতিনিধি দল। এদিকে লালবাজারে গিয়ে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মা।

Advertisement

যাদবপুরের ছাত্রমৃত্যুতে তোলপাড় গোটা বাংলা। গ্রেপ্তার হয়েছেন ১৩ জন। উঠে এসেছে ব়্যাগিংয়ের তত্ত্বে। ব়্যাগিং রুখতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। শুধু যাদবপুর নয়, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই অ্যান্টি ব়্যাগিং কমিটি তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে ব়্যাগিং বন্ধ করার কোনও উপায় রয়েছে কি না, তা নিয়েও আলোচনা করেন তিনি।

[আরও পড়ুন: উপসমিতি গঠনে ফের অশান্তির আশঙ্কা! ভাঙড়ে জারি ১৪৪ ধারা, গ্রেপ্তার ISF কর্মী]

তার পরিপ্রেক্ষিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন ইসরোর প্রতিনিধিরা। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে। এদিকে এদিনই বিকেলে লালবাজারে যান মৃত ছাত্রের বাবা-মা। শোনা যাচ্ছে, মৃতের মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ছাত্রের পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: জাতীয়-রাজ্য সড়কে চলবে না টোটো-অটো! যানজট কমাতে বড় সিদ্ধান্ত নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement