shono
Advertisement

Breaking News

শতাব্দীর ধাক্কায় কাটা পড়ল ২০টি গরু, ব্যাহত ট্রেন চলাচল

রেলকর্মীদের চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। The post শতাব্দীর ধাক্কায় কাটা পড়ল ২০টি গরু, ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:50 AM Aug 09, 2018Updated: 11:20 AM Aug 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গতিতে আসা নয়াদিল্লিগামী কালকা-শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় কাটা পড়ল ২০টি গরু। বুধবার সন্ধ্যা ছ’টার কিছু আগে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজধানীর নারেলা এলাকায় রেললাইনের উপরে। এর জেরে প্রায় একঘণ্টার উপরে ট্রেন চলাচল বন্ধ ছিল। আটকে যায় শতাব্দীও। নিকটবর্তী স্টেশনে খবর দেওয়া হলে রেলকর্মীরা এসে লাইন সাফসুতরো করার পর ফের রেল চলাচল স্বাভাবিক হয়। তবে খুব বেশি দেরি হয়নি। সাতটা নাগাদ ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে কালকা-শতাব্দী।

Advertisement

[জিন্না প্রধানমন্ত্রী হলে ঐক্যবদ্ধ থাকত ভারত-পাকিস্তান, বিস্ফোরক দলাই লামা]

উত্তর রেলের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জানিয়েছেন, এদিন সন্ধ্যা নাগাদ স্থানীয় হোলাম্বি কালান ও নারেলার মধ্যে দিয়ে রেললাইন পেরিয়ে যাচ্ছিল গরুর পাল। ঠিক সেই সময়ই ওই লাইন দিয়েই ছুটে আসছিল শতাব্দী এক্সপ্রেস। গরুর পালকে দেখে এমার্জেন্সি ব্রেক চাপার চেষ্টাও করেন চালক। তবে তাতে লাভ হয়নি। ট্রেনের হুইসল শুনে লাইন দিয়েই দৌড়তে শুরু করে গরুগুলি। যার ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে চালকের সতর্কতায় ক্ষতির পরিমাণ কমানো গিয়েছে। বাকিরা পেরিয়ে গেলেও ২০টি গরু কাটা পড়ে। দুর্ঘটনাস্থলের ৮০০ মিটারের মধ্যেই রয়েছে লেবেল ক্রসিং। গরুর পালকে নিয়ে রক্ষণাবেক্ষণকারীরা যদি সেখান থেকে যেতেন তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত।

অন্যদিকে ভর সন্ধ্যায় আচমকা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যাওয়ায় বেশ ভয় পেয়েছিলেন যাত্রীরা। সন্ত্রাসী আতঙ্ক তাড়া করে ফিরছিল। ততক্ষণে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছে গিয়েছেন রেলকর্মীরা। রক্তাক্ত দেহগুলি সরানোর পাশাপাশি রেললাইন মেরামতিরও কাজ শুরু হয়। নার্ভ শক্ত রেখেই দ্রুত কাজ শেষ করেন রেলকর্মীরা। সাতটা নাগাদ ফের চলতে শুরু করে শতাব্দী। হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রী।

[মুজাফ্ফরপুর হোম কাণ্ডে জড়িত স্বামী, চাপের মুখে ইস্তফা বিহারের মন্ত্রীর]

উল্লেখ্য, কয়েকদিন আগেই ঝাড়গ্রামে মুম্বইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় দুই দাঁতাল-সহ এক হস্তিশাবকের মৃত্যু হয়। এর জেরে রেললাইন ও ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। রাতভর আটকে থাকার পর ভোরবেলা নতুন ইঞ্জিন এলে ফের যাত্রা শুরু করে জ্ঞানেশ্বরী।

The post শতাব্দীর ধাক্কায় কাটা পড়ল ২০টি গরু, ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement