shono
Advertisement

Breaking News

দিওয়ালির সকালেও বায়ুদূষণে জেরবার দিল্লি, ভরসা স্মগ টাওয়ারে

রাজধানীর বাতাসের গুণগত মান ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে।
Posted: 11:17 AM Nov 12, 2023Updated: 01:49 PM Nov 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বায়ু দূষণ (Air Pollution) ঘিরে উদ্বেগ অব্যাহত। দিওয়ালির সকালেও ধোঁয়াশা রাজধানীর পথে। সামনে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। ফলে আশঙ্কা বাড়ছেই। এই পরিস্থিতিতে ভরসা সেই স্মগ টাওয়ারেই।

Advertisement

দিল্লির বাতাসের গুণগত মান ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। শনিবার রাজধানীর বাতাসের গুণগত মানের সামগ্রিক পরিমাণ ছিল ২২০। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিপিসিবির তথ্য থেকে জানা যাচ্ছে, রবিবার সকালে বাতাসের গুণগত মান আনন্দ বিহারে ২৬৬, আর কে পুরামে ২৪১, পাঞ্জাবি বাগে ২৩৩ এবং আইটিও-তে ২২৭। এদিকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় এক দশক ধরেই বছরের এই সময়ে দিল্লির দূষণের এই ছবি দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিস্থিতি শোধরাতে স্মগ টাওয়ারেই ভরসা করা হচ্ছে। যার সাহায্যে বাতাসের গুণগত মানের উন্নতি ঘটানো যায়।

[আরও পড়ুন: প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র, আপনারটা নেই তো?]

কী এই স্মগ টাওয়ার? দিল্লির (Delhi) বাসিন্দারা দূষণের হাত থেকে বাঁচতে ছোট পাখা লাগানো উচ্চক্ষমতা সম্পন্ন এয়ার ফিল্টার ব্যবহার করেন। সেই যন্ত্রের পাখা বাতাসকে ধাক্কা দিয়ে ফিল্টারের দিকে এগিয়ে দেয়। এর পরই বাতাসে থাকা ধুলো অন্যান্য কণাকে শুষে নেয় সেই যন্ত্র। বাতাসকে পরিচ্ছন্ন করে। একই পদ্ধতিতে কাজ করে স্মগ টাওয়ার। তবে তা আকারে অনেক বড়। মোটামুটি ৬৬ ফুট তথা ২০ মিটার উচ্চতাসম্পন্ন টাওয়ারগুলি বেশ ব্যয়বহুলও। আপাতত সেই টাওয়ারের সাহায্যেই দিল্লির বাতাসকে দূষণমূক্ত করার চেষ্টা করছে প্রশাসন।

[আরও পড়ুন: যুদ্ধের নিষ্ঠুর ছবি গাজায়, অন্ধকার হাসপাতালে মৃত্যুর মুখে ৪৫ শিশু!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement